Advertisement
০৬ মে ২০২৪

মহারাষ্ট্রে ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস

এ দিন মুম্বই ও মুম্বই শহরতলি এলাকায় প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল। ফলে সতর্ক হয়েছিল বৃহন্মুম্বই পুরসভা।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা 
মুম্বই শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ০১:৫৯
Share: Save:

ফের ভারী বৃষ্টিপাতের জন্য তৈরি হচ্ছে মহারাষ্ট্র। আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বইয়ের কাছে রায়গড় জেলার কয়েকটি স্থানে আগামিকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠাণে, পালঘর জেলাতেও প্রবল বৃষ্টি হতে পারে। গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ দিন মুম্বই ও মুম্বই শহরতলি এলাকায় প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল। ফলে সতর্ক হয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলা দফতর-সহ সব শাখাকে সতর্ক করা হয়েছিল। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন সংশ্লিষ্ট ওয়ার্ড আধিকারিকেরা। ম্যানহোল না খুলতে ও সমুদ্রে না যেতে অনুরোধ করা হয়েছিল বাসিন্দাদের।

আজ বৃষ্টি ও রেললাইনে জল জমার জেরে মুম্বইয়ে পাঁচটি ট্রেন বাতিল করেছে রেল। ছ’টি ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঠাণের কাছে মহালক্ষ্মী এক্সপ্রেস জলে আটকে পড়ার পরে আর কোনও ঝুঁকি নিতে রাজি নন রেল কর্তারা।

বৃষ্টিতে নাজেহাল অবস্থা মহারাষ্ট্রের অন্যান্য অংশেরও। স্কাইমেট জানিয়েছে, পুণেতে কয়েক দিন মাঝারি বৃষ্টি ও বজ্রপাত চলবে। নাসিকের ইগাতপুরী তেহসিলের ডারনা বাঁধ প্রায় ৮৭ শতাংশ জলে ভর্তি হয়ে গিয়েছে। ফলে ১৬,৫৯৮ কিউবিক ফুট জল ছাড়তে বাধ্য হয়েছে সেচ দফতর। ভাভালী বাঁধ পুরোপুরি ভর্তি হয়েছে। মানিকপুঞ্জ, নাগাসাক্য, পুনেগাঁও এবং টিসাগাঁও বাঁধ অবশ্য এখনও শুকনো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rain Weather Maharashtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE