Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Yogi Adityanath

যোগীকে খুনের হুমকির নেপথ্যে হতাশ প্রেমিক! বান্ধবীর বাবার উপর রেগে ফোন চুরি করে হুমকি

প্রেমিকার বাবাকে ‘সবক’ শেখানোর পরিকল্পনা করে আমিন। এর পরেই চুরি যায় সাজ্জাদের মোবাইল ফোন। সেই ফোন দিয়েই সরকারি হেল্পলাইনে বার্তা পৌঁছয়, ‘মুখ্যমন্ত্রীকে খুন করতে চলেছি, খুব দ্রুত!’

File image of UP CM Adityanath

মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে খুনের হুমকির নেপথ্যে কী? — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১৮:৪৮
Share: Save:

সরকারি টোল ফ্রি নম্বরে বার্তা পাঠিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে খুনের হুমকির নেপথ্যকাহিনি প্রকাশ্যে এল। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার বাবার উপর খেপে গিয়ে তাঁরই মোবাইল চুরি করে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছিলেন প্রেমিক। লখনউয়ের পুলিশ এই মামলায় মঙ্গলবারই গ্রেফতার করেছে এক ব্যক্তিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে যা জানতে পেরেছেন পুলিশকর্তারা, তাতে তাঁদের চক্ষু ছানাবড়া!

জরুরি পরিষেবার জন্য ‘ডায়াল ১১২’ বলে একটি পরিষেবা চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। সাধারণ মানুষ যাতে যে কোনও বিষয়ে অভিযোগ জানিয়ে ওই নম্বরে ফোন বা মেসেজ করতে পারেন। সেই নম্বরেই রবিবার রাতে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ এই বার্তাটি পাঠানো হয়। মেসেজে লেখা ছিল, ‘‘আমি শীঘ্রই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুন করব।’’

এই ঘটনার পরেই তদন্তে নেমে পুলিশ ওই বার্তার উৎস খুঁজতে শুরু করে। খোঁজ পাওয়ার পর পুলিশ অভিযানে গিয়ে ধরে ফেলে ওই ব্যক্তিকে। তিনি পুলিশকে জানান, দিন দু’য়েক আগে তাঁর ফোনটি চুরি গিয়েছে। তদন্ত আরও খানিকটা এগোতেই পুলিশ বুঝতে পারে আসল ঘটনা। পুলিশ সূত্রে খবর, ১৮ বছরের আমিনের প্রেমিকার বাবা সাজ্জাদ হোসেন তাঁদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না। এ জন্য একাধিক বার দু’জনের মধ্যে ছোটখাটো গোলমালও হয়। প্রেমিকার বাবা সাজ্জাদকে ‘সবক’ শেখানোর পরিকল্পনা করতে শুরু করে আমিন। এর পরেই চুরি যায় সাজ্জাদের মোবাইল ফোনটি। সেই ফোন ব্যবহার করেই সরকারি হেল্পলাইনে বার্তা পৌঁছয়, ‘‘মুখ্যমন্ত্রীকে খুন করতে চলেছি, খুব দ্রুত!’’

পুলিশের ধারণা, আমিনের বিশ্বাস ছিল, পুলিশ এসে সাজ্জাদকেই ধরবে। তাতেই উচিত শিক্ষা হবে প্রেমিকার বাবার। কিন্তু নিজেই ফেঁসে যাওয়ার কথা সম্ভবত দুঃস্বপ্নেও ভাবেননি হতাশ প্রেমিক। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yogi Adityanath police arrest Death threat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE