Advertisement
১৮ মে ২০২৪

পুড়ছে স্যামসাং নোট-২, আতঙ্ক ইন্ডিগোর উড়ানে

কখনও পকেটে বিস্ফোরণের ফলে দুর্ঘটনা আবার কখনও বা চার্জ দিতে গিয়ে ব্যাটারি ফেটে আগ্নিকাণ্ড বাড়িতে। স্যামসাংয়ের নোট সিরিজের ফোন ঘিরে একের পর এক অভিযোগের জেরে আগেই দক্ষিণ কোরিয়া ও আমেরিকা-সহ দশটি দেশ থেকে তুলে নেওয়া হয়েছিল নোট সেভেন।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৭
Share: Save:

কখনও পকেটে বিস্ফোরণের ফলে দুর্ঘটনা আবার কখনও বা চার্জ দিতে গিয়ে ব্যাটারি ফেটে আগ্নিকাণ্ড বাড়িতে। স্যামসাংয়ের নোট সিরিজের ফোন ঘিরে একের পর এক অভিযোগের জেরে আগেই দক্ষিণ কোরিয়া ও আমেরিকা-সহ দশটি দেশ থেকে তুলে নেওয়া হয়েছিল নোট সেভেন। এ বার সিঙ্গাপুর থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের ভিতরেই আগুন লেগে গেল স্যামসাংয়ের গ্যালাক্সি নোট টু ফোনে। আর তার জেরেই সব সংস্থার বিমানে স্যামসাং ফোনের ব্যবহার নিষিদ্ধ করতে আর্জি জানাল বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ। তলব করা হয়েছে স্যামসাং কর্তৃপক্ষকে।

শুক্রবার সকালের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের ১৭৫ জন আরোহীর মধ্যে। ইন্ডিগো জানিয়েছে, বিমানের কেবিনে পোড়া গন্ধ পান যাত্রীরাই। বিমানকর্মীদের বিষয়টি জানান তাঁরা। তখনই দেখা যায়, ২৩সি আসনের উপরের তাকে রাখা একটি ব্যাগ থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেন পাইলট। ওই আসন এবং আশপাশের আসনগুলি থেকে সরিয়ে দেওয়া হয় যাত্রীদের। ব্যাগ খুলে দেখা যায় ধোঁয়া বেরোচ্ছে এক যাত্রীর স্যামসাং নোট টু ফোন থেকে। সঙ্গে সঙ্গে ফোনটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। যদিও শেষমেশ স্বাভাবিক ভাবেই অবতরণ করে বিমানটি। বিমানের ভিতর স্যামসাংয়ের ফোনে আগুন লেগে যাওয়ার ঘটনা ভারতে এই প্রথম। এর পরেই বিমানে নোট সিরিজের ফোন ব্যবহার নিষিদ্ধ করার কথা বলেছে ডিজিসিএ। এখনও এই বিষয়ে মুখ খোলেননি স্যামসাং কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Galaxy Note 2 chennai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE