Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Vikas Dubey

Gangster Vikas Dubey: হেনস্থা করছে প্রশাসন, যোগীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন গ্যাংস্টার বিকাশের স্ত্রীর

যোগী আদিত্যনাথকে বিকাশ দুবের স্ত্রী রিচা লেখেন, ‘আমার স্বামী ভুল কাজ করেছিল। কিন্তু তার জন্য পরিবারের মানুষদের শাস্তি দেওয়া ঠিক নয়।’

গ্যাংস্টার বিকাশ দুবে

গ্যাংস্টার বিকাশ দুবে ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৩:২১
Share: Save:

উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত গ্যাংস্টার বিকাশ দুবের স্ত্রী রিচা দুবে এ বার স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে এই আবেদন জানিয়েছেন তিনি। চিঠিতে রিচা লিখেছেন, ‘তাঁকে ও তাঁর পরিবারকে ক্রমাগত হেনস্থা করছে প্রশাসন। তাই তাঁদের আর বেঁচে থাকার কোনও ইচ্ছা নেই।’

রিচা লেখেন, ‘কেউ আমাদের আবেদনে সাড়া দিচ্ছে না। আমাদের কাছে টাকা নেই। সন্তানদের স্কুলের বেতনও দিতে পারছি না। আমাকে সব গয়না বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। আমার স্বামী ভুল কাজ করেছিল। কিন্তু তার জন্য পরিবারের মানুষদের শাস্তি দেওয়া ঠিক নয়। আমাদের স্বেচ্ছামৃত্যু নিতে দেওয়া হোক।’

বিকাশ দুবের স্ত্রী রিচা দুবে

বিকাশ দুবের স্ত্রী রিচা দুবে

গত বছর ২ জুলাই উত্তরপ্রদেশের বিকরুতে বিকাশকে গ্রেফতার করতে যাওয়া পুলিশকর্মীদের উপর হামলা চালায় বিকাশ ও তাঁর শাগরেদরা। সেই হামলায় আট পুলিশকর্মীর মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই পালিয়ে যান বিকাশ। বেশ কয়েক দিন পরে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয় বিকাশকে। দু’দিন পরে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার পথে রাস্তায় বিকাশ পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। গুলির লড়াইয়ে নিহত হন গ্যাংস্টার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yogi Adityanath Vikas Dubey Vikas Dube Encounter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE