Advertisement
E-Paper

চিনকে জবাব দিতে তৈরি তেজস মার্ক-১এ, ট্রাম্পের প্রতিশ্রুতিমতোই আমেরিকা পাঠাল এফ৪০৪ ইঞ্জিন

এফ৪০৪ আইএন২০ ইঞ্জিনের নির্মাতা সংস্থা জেনারেল ইলেকট্রিকস (জিই) অ্যারোস্পেস চলতি বছরেই মোট ১২টি ইঞ্জিন সরবরাহ করবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৪:২০
GE aerospace of US delivers first F404-IN20 engine for Tejas Mk1A fighter jet

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন মোড় আনল তেজস মার্ক-১এ। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের জন্য ডোনাল্ড ট্রাম্প সরকারের দেওয়া প্রতিশ্রুতিমতোই আমেরিকা থেকে চলে এল এফ৪০৪ আইএন২০ ইঞ্জিন। ওই ইঞ্জিনের নির্মাতা সংস্থা জেনারেল ইলেকট্রিকস (জিই) অ্যারোস্পেস প্রথম ইঞ্জিনটি মঙ্গলবার পাঠিয়েছে বলে তেজস নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’ (হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড) জানিয়েছে।

চলতি বছরেই জিই অ্যারোস্পেস ১২টি ইঞ্জিন সরবরাহ করবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে। প্রসঙ্গত, জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় এফ১০৪ ইঞ্জিন সরবরাহের জন্য দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রাথমিক ভাবে ২০২৩ সালের শেষ পর্ব থেকে ইঞ্জিন সরবরাহ করার কথা ছিল। কিন্তু তা হয়নি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে শুল্ক নিয়ে টানাপড়েনের আবহে পুরো প্রক্রিয়া ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মোদীর সাম্প্রতিক আমেরিকা সফরেই সমস্ত বাধা দূর হয়েছে বলে ওই সূত্রের দাবি।

৭১ কোটি ৬০ লক্ষ ডলারের (প্রায় ৬১৫৭ কোটি টাকা) চুক্তি অনুযায়ী তেজস নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’ (হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড)-কে ৯৯টি এফ৪০৪ আইএন২০ ইঞ্জিন সরবরাহ করবে জিই। বায়ুসেনা সূত্রের খবর, মূলত ষাটের দশকের রুশ মিগ-২১-এর পরিবর্ত হিসাবেই ব্যবহার করা হবে হালকা যুদ্ধবিমানগুলি। আগামী কয়েক বছরে তিনশোরও বেশি তেজস যুদ্ধবিমান শামিল করার পরিকল্পনা রয়েছে বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রনগুলিতে। কিন্তু সরবরাহ থমকে যাওয়ায় ক্ষোভপ্রকাশ করেছিলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহ। এ বার সেই সমস্যা দূর হল বলে মনে করা হচ্ছে।

Tejas Mark 1A Fighter Jet India-US Relationship Tejas IAF HAL Defeat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy