Advertisement
০৮ মে ২০২৪

সীমান্তের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের আশঙ্কা

ডোকলামের মতো ঘটনা যে আগামী দিনেও ঘটবে, তা লাদাখের প্যাংগং হ্রদের কাছে দু’দেশের সেনার গত ১৫ অগস্ট মারামারিতে জড়িয়ে পড়া থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।

সেনাপ্রধান বিপিন রাওয়ত। ছবি: সংগৃহীত।

সেনাপ্রধান বিপিন রাওয়ত। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ০৩:৫৩
Share: Save:

সীমান্তের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তারই মধ্যে সেনাপ্রধান বিপিন রাওয়তের সতর্কবার্তা— ডোকলামের মতো ঘটনার পুনরাবৃত্তি হতেই পারে আগামী দিনে।

ডোকলাম নিয়ে ভারত-চিন বিবাদ এখনও তাজা। তারই মধ্যে গত কাল পুণায় প্রতিরক্ষা মন্ত্রকের একটি অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘‘সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে চাইছে না চিন।’’ সেনাপ্রধানের আশঙ্কা, ভবিষ্যতে তাই ডোকলামের মতো ঘটনা আরও ঘটবে। তাঁর মতে, সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যে বোঝাপড়ার অভাবের কারণেই এই ঘটনা ঘটছে। সম্প্রতি দু’দেশের ফ্ল্যাগ মিটিংয়ে ভারত জানিয়ে দেয়, জুন মাসের আগে পরিস্থিতি যা ছিল, দু’পক্ষকেই সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। রাওয়তের কথায়, ‘‘ওই প্রস্তাবে রাজি হয়নি চিন। তাই ভারতও সেনা সরায়নি ডোকলাম থেকে।’’ বিষয়টি কূটনৈতিক ভাবে মেটানোর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন রাওয়ত।

ডোকলামের মতো ঘটনা যে আগামী দিনেও ঘটবে, তা লাদাখের প্যাংগং হ্রদের কাছে দু’দেশের সেনার গত ১৫ অগস্ট মারামারিতে জড়িয়ে পড়া থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। ঘটনার পরে ওই এলাকা সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও সেনাপ্রধান। যা নিয়ে সে দেশের সংবাদমাধ্যমে ভারতকে চোখও রাঙায় চিন। যদিও তাতে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় নয়াদিল্লি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE