Advertisement
১৮ এপ্রিল ২০২৪

হিন্দি-রাজ নিয়ে সরব স্ট্যালিন

দক্ষিণের রাজ্যগুলির অভিযোগ, দেশ জুড়ে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে মূল ধারার দুই দল কংগ্রেস ও বিজেপি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ০১:৩৮
Share: Save:

ভারত মানে হিন্দিভাষী রাজ্যগুলোর বাইরেও অনেক কিছু। শুধু হিন্দিভাষী রাজ্যগুলোই দেশ চালাবে, সে দিন কিন্তু আর নেই। স্পষ্ট ভাবে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। লোকসভা নির্বাচনে দেশ জুড়ে বিজেপি-সুনামি আছড়ে পড়লেও তা থমকে গিয়েছে তামিলনাড়ুতে। সেখানে মোদীর দলের কপালে একটি আসনও জোটেনি। রাজ্যে একার জোরে বিজেপির বিজয়রথ আটকে দিয়ে স্ট্যালিন বলেন, ‘‘রাজ্য-কেন্দ্রিক গঠনমূলক রাজনীতিই হবে আগামী দিনের রীতি। কেন্দ্রের কোনও সরকারই রাজ্যগুলোকে উপেক্ষা করতে পারবে না। শুধু হিন্দিভাষী রাজ্যগুলোই দেশ চালাবে, সে দিন চলে গেছে।’’

দক্ষিণের রাজ্যগুলির অভিযোগ, দেশ জুড়ে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে মূল ধারার দুই দল কংগ্রেস ও বিজেপি। অভিযোগ, বিজেপির এই প্রবণতা বেশি। দক্ষিণের রাজ্যগুলি ১৯৬০-এর দশক থেকেই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব। এ দিন ঘুরিয়ে সেই বিষয়টি খুঁচিয়ে তোলেন স্ট্যালিন। তামিলনাড়ুতে ডিএমকে জোট রাজ্যের ভোট হওয়া ৩৮টি আসনের মধ্যে ৩৭টিতেই জয়ী হয়েছে। স্ট্যালিন বলেন, ‘‘সংসদ ও তামিলনাড়ু বিধানসভায় মানবকল্যাণের মুখ হয়ে উঠবে ডিএমকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE