Advertisement
২০ এপ্রিল ২০২৪
General Election Results 2019

শপথের আগে প্রণবের আশীর্বাদ নিলেন মোদী, মিষ্টি খাইয়ে শুভেচ্ছা প্রাক্তন রাষ্ট্রপতির

দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। মোদীকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান প্রণববাবু।

মিষ্টি খাইয়ে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা প্রণব মুখোপাধ্যায়ের। ছবি: মোদীর টুইটার হ্যান্ডল থেকে

মিষ্টি খাইয়ে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা প্রণব মুখোপাধ্যায়ের। ছবি: মোদীর টুইটার হ্যান্ডল থেকে

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ১৭:২৬
Share: Save:

প্রথম বার প্রধানমন্ত্রী হওয়ার সময় শপথবাক্য পাঠ করিয়েছিলেন তিনি। দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দু’দিন আগে মঙ্গলবার সেই প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি গিয়ে আশীর্বাদ নিয়ে এলেন নরেন্দ্র মোদী। প্রাক্তন রাষ্ট্রপতি তাঁকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন এমন একটি ছবি দিয়ে টুইটে মোদীর কথায় প্রণববাবুর প্রজ্ঞা ও জ্ঞানের স্তুতি। মোদীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস স্লোগানের প্রশংসা প্রণবের পাল্টা টুইটেও।

২০১৪ সালে বিজেপি তথা এনডিএ সরকার গঠন করেছিল। তখন রাষ্ট্রপতি ছিলেন সেই প্রণব মুখোপাধ্যায়। ২৬ মে রাষ্ট্রপতি ভবনে মোদীকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন প্রণববাবু। দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে ৩০ মে বৃহস্পতিবার শপথ নেবেন মোদী। বর্তমানেরাইসিনা হিলসের বাসিন্দা রামনাথ কোবিন্দ। কিন্তু সেই প্রণববাবুর আশীর্বাদ নিয়েই দ্বিতীয় বার শপথ নিতে চান মোদী। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার দিল্লিতে প্রণববাবুর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। মোদীকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান প্রণববাবু।

পরে সেই ছবি টুইট করে মোদী লেখেন, ‘‘প্রণবদার সঙ্গে সাক্ষাৎ সব সময়ই একটা সমৃদ্ধ করার অভিজ্ঞতা। ওঁর প্রজ্ঞা, দূরদর্শিতা অতুলনীয়। তিনি প্রকৃত রাজনীতিবিদ যিনি দেশের জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন। আজ সাক্ষাতের সময় তাঁর আশীর্বাদ নিয়েছি।’’

আগের বার মোদীর স্লোগান ছিল ‘সবকা সাথ, সবকা বিকাশ’। এ বার তার সঙ্গে মোদী যোগ করেছেন ‘...সবকা বিশ্বাস’। ঘণ্টা খানেকের মধ্যেই মোদীর টুইটারের উত্তরে প্রণবের কথায় উঠে আসে এই স্লোগানের কথা। প্রণববাবু লিখেছেন, ‘‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস— এই আদর্শের জন্য মোদীকে শুভেচ্ছা।’’

আরও পড়ুন: ৩ বিধায়ক-সহ ৫০ কাউন্সিলরের দলবদল, ৪ পুরসভা তৃণমূল থেকে বিজেপিতে

আরও পড়ুন: আদালতের বাইরে মিটমাটের চেষ্টায় রাজীব? সিবিআই এগোচ্ছে গ্রেফতারির লক্ষ্যেই

প্রণব মুখোপাধ্যায় আদ্যোপান্ত কংগ্রেস নেতা। বিভিন্ন সময়ে বিদেশ, অর্থমন্ত্রকের মতো দায়িত্ব সামলেছেন। অবশেষে ২০১২ থেকে ২০১৭— পাঁচ বছর দেশের সাংবিধানিক প্রধানের দায়িত্ব সামলানোর পর বর্তমানে অবসর নিয়েছেন। কিন্তু তার পর গত বছর আরএসএস-এর অনুষ্ঠানে তাঁর যোগদান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মোদী জমানাতেই এ বছরের জানুয়ারিতে পেয়েছেন ভারতরত্ন সম্মান।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময়, গত বছর প্রণববাবুর আরএসএস-এর অনুষ্ঠানে যাওয়ার কথা লিখতে গিয়ে, আরএসএস-এর জায়গায় ভুলবশত শিবসেনা লেখা হয়েছিল। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE