গোয়ার রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টির অভিযোগ তুলে রবিবার আম আদমি পার্টি (আপ) এবং তৃণমূলকে নিশানা করেছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি নিয়ে খোঁচা দিলেন গোয়ার তৃণমূল নেতারা।
চিদম্বরম অভিযোগ করেছিলেন, বিজেপি-র বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বদলে, গোয়ায় বিজেপি-বিরোধী ভোটে ভাঙন ধরাচ্ছে তৃণমূল এবং আপ। পাশাপাশি, সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক অ্যালেক্সো রেজিনাল্ডোকে ‘হেরে যাওয়া নেতা’ বলে খোঁচা দিয়েছিলেন তিনি। কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর তৃণমূলে যোগ দিয়েছিলেন তিন বারের বিধায়ক অ্যালেক্সো।