Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Google

ব্যবসায়ে আসাধু নীতি! গুগ্‌লকে আবারও ৯৩৬ কোটি টাকা জরিমানা করল প্রতিযোগিতা কমিশন

মঙ্গলবার সিসিআই জানিয়েছে, নিজেদের পেমেন্ট অ্যাপের প্রচারের জন্য নিজেদের অবস্থানের অপব্যবহার করেছে গুগ্‌ল। টুইটারে এই জরিমানার কথা ঘোষণাও করেছে গুগ্‌ল।

আবারও জরিমানা গুগলের।

আবারও জরিমানা গুগলের। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ২২:৩৪
Share: Save:

এক সপ্তাহও কাটেনি। আবারও জরিমানা গুগলের। মঙ্গলবার সংস্থাকে ৯৩৬ কোটি টাকা জরিমানা করল প্রতিযোগিতা কমিশন (কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বা সিসিআই)। প্লে স্টোর নীতির ক্ষেত্রে নিজেদের ক্ষমতার অপব্যবহার করার অপরাধে এই জরিমানা। পাশাপাশি, প্রযুক্তি সংস্থাকে অনৈতিক ভাবে ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছে সিসিআই।

মঙ্গলবার সিসিআই জানিয়েছে, নিজেদের পেমেন্ট অ্যাপের প্রচারের জন্য নিজেদের অবস্থানের অপব্যবহার করেছে গুগ্‌ল। টুইটারে এই জরিমানার কথা ঘোষণাও করেছে গুগ্‌ল।

গত সপ্তাহে গুগ্‌লকে ১,৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করেছিল সিসিআই। জানিয়েছিল, বাজারে সবচেয়ে প্রভাবশালী হওয়ার সুবিধা নিয়ে অনলাইন সার্চ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপ যেমন ক্রোম এবং ইউটিউবকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে গুগল। সে কারণেই জরিমানা। নির্দেশের পরের দিনই গুগ্‌ল জানিয়ে দিয়েছিল, এই নির্দেশের ফলে ধাক্কা খাবেন ভারতীয় উপভোক্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Google CCI Play Store
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE