Advertisement
২৩ মার্চ ২০২৩
Gorakhnath Temple

Gorakhnath Temple Attack: গোরক্ষনাথ মন্দিরে হামলাকারী আইএস জঙ্গিগোষ্ঠীর ‘যৌনতার টোপ’-এর শিকার, দাবি পুলিশের

এটিএস জানিয়েছে, মহিলার সঙ্গে কথোপকথনের সময়ই আব্বাসির মগজ ধোলাইয়ের কাজ সমান তালে চলছিল। আর সেই জালেই ক্রমশ জড়িয়ে পড়ছিলেন আব্বাসি। একটা সময় আব্বাসি স্থির করেন, আইএস জঙ্গিদলে যোগ দেবেন। সেই মতো প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছিলেন।

হামলাকারী আহমেদ মুর্তজা আব্বাসি।

হামলাকারী আহমেদ মুর্তজা আব্বাসি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১২:০৪
Share: Save:

উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে হামলাকারী যুবকের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর যোগ ছিল। এমনই দাবি করল রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।

Advertisement

এটিএস সূত্রে খবর, হামলাকারী আহমেদ মুর্তজা আব্বাসির সঙ্গে এক মহিলার আলাপ হয়। সেই মহিলা আব্বাসির কাছে দাবি করেন, আইএস জঙ্গিরা তাঁকে বন্দি করে রেখেছে। জঙ্গিদের কবল থেকে তিনি মুক্তি পেতে চান। আব্বাসিকে ওই মহিলা তাঁর ছবিও পাঠান।

মহিলার আর্জি শুনে আব্বাসি তাঁকে সাহায্যের জন্য প্রথমে ৪০ হাজার টাকা পাঠান। পরে আরও দু’বার ওই মহিলাকে টাকা পাঠিয়েছেন তিনি। এ ভাবেই মহিলার সঙ্গে আব্বাসির ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তাঁদের দু’জনের মধ্যে নিয়মিত মেল চালাচালি শুরু হয়। মহিলা আব্বাসিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভারতে এসে তাঁর সঙ্গে দেখা করবেন।

এটিএস জানিয়েছে, মহিলার সঙ্গে কথোপকথনের সময়ই আব্বাসির মগজ ধোলাইয়ের কাজ সমান তালে চলছিল। আর সেই জালেই ক্রমশ জড়িয়ে পড়ছিলেন আব্বাসি। একটা সময় আব্বাসি স্থির করেন, আইএস জঙ্গিদলে যোগ দেবেন। সেই মতো প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছিলেন।

Advertisement

গত ৩ এপ্রিল গোরক্ষনাথ মন্দিরে হামলা চালান আব্বাসি। মন্দিরের নিরাপত্তায় থাকা দুই কনস্টেবল সেই ঘটনায় আহত হন। উত্তরপ্রদেশ পুলিশের এটিএস জানিয়েছে, আব্বাসি তাদের কাছে স্বীকার করেছেন যে, মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক আচরণ তাঁর মনে আলোড়ন তৈরি করেছিল। সিএএ নিয়েও তাঁর মধ্যেও একটা ঘৃণার উদ্রেক হয়েছিল। আর তার জেরেই এই হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন আব্বাসি। তাঁরই কথা সূত্র ধরে তদন্ত শুরু করতেই আব্বাসির সঙ্গে আইএস জঙ্গিগোষ্ঠীর যোগের কথা প্রকাশ্যে আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.