Advertisement
২০ এপ্রিল ২০২৪

বরাদ্দ বাড়ল মা ও শিশুর খাতে

১১ থেকে ১৪ বছরের কিশোরীদের জন্য বরাদ্দ ৫ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৯ টাকা করা হচ্ছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, সরকার পরের ৩ বছরে এ জন্য অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা খরচ করবে।

ধরপাকড়: বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন নানা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা। পুলিশ তাঁদের আটক করছে। ছবি: এএফপি।

ধরপাকড়: বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন নানা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা। পুলিশ তাঁদের আটক করছে। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৪৭
Share: Save:

১১ থেকে ১৪ বছরের স্কুলছুট কিশোরী, গর্ভবতী মহিলা ও প্রসূতিদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নরেন্দ্র মোদী সরকার।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের প্রায় সাড়া ১৩ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে আইসিডিএস বা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আওতায় থাকা শিশু, স্কুলছুট কিশোরী ও মায়েদের পুষ্টির জন্য নতুন হারে অর্থবরাদ্দ করা হবে। ৬ থেকে ৭২ মাসের শিশুদের জন্য রোজ মাথাপিছু বরাদ্দ ৬ টাকা বাড়িয়ে ৮ টাকা করা হচ্ছে। গর্ভবতী ও প্রসূতিদের জন্য রোজ মাথাপিছু ৭ টাকার বদলে সাড়ে ৯ টাকা খরচ করা হবে। খুবই অপুষ্টিতে ভুগছে যারা, তাদের ক্ষেত্রে ৯ টাকার বদলে মাথাপিছু রোজ ১২ টাকা বরাদ্দ করা হবে। ১১ থেকে ১৪ বছরের কিশোরীদের জন্য বরাদ্দ ৫ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৯ টাকা করা হচ্ছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, সরকার পরের ৩ বছরে এ জন্য অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা খরচ করবে।

কেন্দ্রের এই পদক্ষেপে ৬ মাস থেকে ৬ বছর বয়সি শিশু, ১১ থেকে ১৪ বছর বয়সি স্কুলছুট কিশোরী, গর্ভবতী ও প্রসূতিদের পুষ্টি ও স্বাস্থ্যের ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে বলেই জেটলি মনে করছেন। সরকারের এই পদক্ষেপে প্রতি বছর প্রায় ১১ কোটি মা ও সন্তান উপকৃত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anganwadi Government Anganwadi Centres
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE