Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পানের পিক মুছতে দেওয়ালে ছবি

গুটখা, পানের পিক-এ ভরেছে হাসপাতালের দেওয়াল। সিসিটিভি ক্যামেরার নজরদারি, জরিমানার বিজ্ঞপ্তিতেও লাভ হয়নি। হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখতে শেষে ভগবানের শরণাপন্ন করিমগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ! দেওয়ালে দেওয়ালে বসানো হল শিবপার্বতী, রামসীতা, হনুমানের ছবি!

উত্তম মুহরী
করিমগঞ্জ শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০৩:১৭
Share: Save:

গুটখা, পানের পিক-এ ভরেছে হাসপাতালের দেওয়াল। সিসিটিভি ক্যামেরার নজরদারি, জরিমানার বিজ্ঞপ্তিতেও লাভ হয়নি। হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখতে শেষে ভগবানের শরণাপন্ন করিমগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ! দেওয়ালে দেওয়ালে বসানো হল শিবপার্বতী, রামসীতা, হনুমানের ছবি!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে হাসপাতালে বারবার ‘স্বচ্ছ ভারত অভিযান’ চালানো হয়েছে। ধূমপান, পান, গুটখা রুখতে জরিমানার বিজ্ঞপ্তি ঝুলেছে চারপাশে। কড়া নজর রয়েছে ক্যামেরা, নিরাপত্তাকর্মীদের। কিন্তু ছবি বদলায়নি।

হাসপাতালের সুপার অরুণাভ চৌধুরী বলেন, ‘‘মানুষের অভ্যাস বদলানো কঠিন। সিঁড়ির কোণায় পানের পিকের দাগ দৃষ্টিকটূ। অনেক চেষ্টা করা হয়েছে। হাসপাতালের সামনে পানের দোকান সরিয়ে দেওয়া হয়। কিন্তু লাভ হয়নি।’’ তাই ঈশ্বরের ছবির কথা ভেবেছেন তাঁরা। অরুণাভবাবুর বক্তব্য, হাসপাতালে সব ধর্মের ছবির বসানো হবে। কিন্তু তাতে যদি ভবিষ্যতে অন্য কোনও সমস্যা দেখা দেয়? সেই প্রশ্নের সদুত্তর এখনই তাঁর কাছে মেলেনি। তিনি শুধু বলেছেন, ‘‘তেমন কিছু হলে ছবিগুলি সরিয়ে নেওয়া যেতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Spit Bay Leaf
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE