টিভি চ্যানেলগুলিকে যখন তখন অযথা সাইরেন না-বাজানোর পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। জনসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া আর কোথাও সাইরেনের ব্যবহার না-করতে বলা হয়েছে। সব চ্যানেলের উদ্দেশে শনিবার এই বার্তা দিয়েছে সরকার। তাদের যুক্তি, যখন তখন সাইরেন বাজালে সাধারণ মানুষের কাছে এই আওয়াজের গুরুত্ব আর থাকবে না। ফলে মোক্ষম সময়ে বিপদ হতে পারে।
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে সাইরেনের শব্দ ব্যবহার করা হচ্ছে। শনিবারের বিবৃতিতে দমকল বিভাগ, সিভিল ডিফেন্স এবং হোম গার্ড বিভাগের ডিরেক্টরেট জেনারেল ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স আইনের উল্লেখ করেছেন। বলা হয়েছে, ‘‘সংবাদমাধ্যমের সকল চ্যানেলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা যে কোনও অনুষ্ঠানে সিভিল ডিফেন্স এয়ার রেড সাইরেনের শব্দ ব্যবহার করবেন না। এই শব্দ শুধু সাধারণ মানুষকে সচেতন করার কোনও অনুষ্ঠানে ব্যবহার করতে পারেন।’’
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘সাইরেনের শব্দের নিয়মিত ব্যবহার এই বিশেষ শব্দের প্রতি নাগরিকদের সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে। তাঁরা ভাবতে পারেন, সাইরেন খুব স্বাভাবিক নিত্যনৈমিত্তিক বিষয়।’’ সরকারের বক্তব্য, এর ফলে যদি কোনও মোক্ষম সময়ে আসল সাইরেন বাজানো হয়, মানুষ তার গুরুত্ব বুঝবে না। তাতে হিতে বিপরীত হতে পারে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। প্রত্যাঘাতের অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে ভারত থেকে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে। পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছে এবং পাল্টা প্রত্যাঘাত করেছে। তাদের দাবি, ভারতের হামলায় সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে। গত কয়েক দিন ধরেই উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ চলছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। সংঘাতের আবহে টিভি চ্যানেলগুলিকে সতর্ক হতে বলল কেন্দ্র।