Advertisement
E-Paper

‘অপারেশন সিঁদুর’-এর বদলা ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’! প্রত্যাঘাতের অভিযান ঘোষণা পাক সেনার, নামের অর্থ কী?

পাক সেনা এবং পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে উল্লেখ করে বিদেশি সংবাদমাধ্যম আল জাজ়িরা জানিয়েছে, ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ ঘোষণা করেছে ইসলামাবাদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৯:১৭
Pakistan launches Operation Bunyan Marsoos against India

ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন বুনিয়ান মারসুস’ ঘোষণা করেছে পাকিস্তান। —ফাইল চিত্র।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রত্যাঘাতে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ (বুনিয়ান মারসুস) ঘোষণা করল পাকিস্তান। পাক সেনা এবং পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আল জাজ়িরা এই তথ্য জানিয়েছে। শনিবার কাকভোর থেকে ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘বুনিয়ান-আন-মারসুস’। পাক সেনার বক্তব্য, ভারতের হামলার পর প্রত্যাঘাত আবশ্যিক ছিল। সেই কারণেই এই আক্রমণ। পাকিস্তানের গোলাবর্ষণে রজৌরিতে সরকারি আধিকারিক-সহ তিন জনের মৃত্যু হয়েছে। পাক গোলা এসে পড়েছে জম্মুর শম্ভু মন্দিরেও।

বুনিয়ান-আন-মারসুস কোরানের একটি আয়াত। আল জাজ়িরার প্রতিবেদন অনুযায়ী, এটি একটি আরবি শব্দবন্ধ। এর অর্থ ‘শিসার তৈরি কাঠামো’। কোরানের ওই আয়াতে বলা হয়েছে, ‘‘আল্লা তাঁদেরই ভালবাসেন, যাঁরা যুদ্ধের ময়দানে তাঁর দেখানো পথে লড়াই করেন, শিসার তৈরি শক্ত কাঠামোর মতো।’’ কয়েকটি সূত্রে দাবি, ‘বুনিয়ান-আন-মারসুস’ নামের অর্থ ‘অভেদ্য দুর্গ’।

‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’-এর মাধ্যমে ইতিমধ্যে ভারতে একাধিক হামলা চালানোর দাবি করেছে পাক সেনা। পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভিকে উল্লেখ করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই হামলার একটি তালিকা তৈরি করেছে। তাতে বলা হয়েছে—

  • ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার হানা চালিয়েছে পাকিস্তান। বিদ্যুৎ গ্রিডের অন্তত ৭০ শতাংশ অকার্যকর হয়ে গিয়েছে।
  • আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংস করেছে পাকিস্তানের বায়ুসেনার জেএফ-১৭ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র।
  • রাজৌরিতে ভারতের সামরিক গোয়েন্দাদের প্রশিক্ষণকেন্দ্র, যেখান থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত করা হয় বলে দাবি, সেখানে হামলা চালানো হয়েছে।
  • নিশানা করা হয়েছে ‘কেজি টপ’ ব্রিগেডের সদর দফতর।
  • উরিতে সরবরাহকারী গুদাম, আদমপুর, উধমপুর, পঠানকোট এবং সুরাতগড়ের আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে। বিয়াসে ‘ব্রহ্মস’ সংরক্ষণাগারে আঘাত হানা হয়েছে।
হরিয়াার সিরসায় পাক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার। শনিবার সকালে।

হরিয়াার সিরসায় পাক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার। শনিবার সকালে। ছবি: এএনআই।

তবে এ সবই পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি। ভারতের তরফে শনিবার সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, এই দাবিগুলি সবই ভুয়ো। বিদ্যুৎ কাঠামো বা কোনও সেনাঘাঁটিতে হামলা হয়নি।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত। গত মঙ্গলবার পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান তারই পাল্টা হিসাবে নতুন অভিযান ঘোষণা করল ভারতের বিরুদ্ধে। ভারত-পাকিস্তান এই সংঘাতের দিকে নজর রেখেছে গোটা বিশ্ব।

‘অপারেশন সিঁদুর’-এর পর প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রও। ভারতীয় সেনা জানিয়েছে, পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার সকালে পাকিস্তানের তিনটি এয়ারবেসে ব‍িস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে। পাক সরকার আল জাজ়িরাকে জানিয়েছে, ভারত ব‍্যালিস্টিক মিসাইল ছুড়েছে ওই তিনটি এয়ারবেস লক্ষ্য করে। তার পরেই রেডিয়ো পাকিস্তানে ঘোষণা করা হয়েছে ‘অপারেশন বুনিয়ান মারসুস’।

পাকিস্তানের আকাশে আপাতত সমস্ত রকম বিমানের উড়ান বন্ধ রাখা হয়েছে। হরিয়ানার সিরসার আকাশে পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত। অসমর্থিত সূত্রের দাবি, দিল্লি লক্ষ‍্য করে ছোড়া পাকিস্তানের ‘ফতেহ ১’ ক্ষেপণাস্ত্র মাঝ- আকাশে রুখে দিয়েছে ভারতীয় সেনা। পরিবর্তিত পরিস্থিতিতে সকালের সাংবাদিক বৈঠক পিছিয়ে দেওয়া হয়। সাড়ে ১০টা নাগাদ প্রতিরক্ষা মন্ত্রকের ওই বৈঠক হওয়ার কথা।

India Pakistan Operation Sindoor Pahalgam Terror Attack Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy