Advertisement
০৫ মে ২০২৪
Business

হাজার টাকার নোট শীঘ্রই, আমূল বদলানো হবে ৫০, ১০০ টাকার নোটও

বাতিল পাঁচশো, হাজারের নোট বদলাতে যখন সকাল থেকেই ব্যাঙ্কমুখী আম জনতা, তখনই আরও একটি বড়সড় ঘোষণা করে ফেলল কেন্দ্র। জানিয়ে দিল, খুব শীঘ্রই বাজারে ফিরবে হাজার টাকার নতুন নোট। পাশাপাশি নতুন রূপে আসছে একশো এবং পঞ্চাশের নোটও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ১৭:০৮
Share: Save:

বাতিল পাঁচশো, হাজারের নোট বদলাতে যখন সকাল থেকেই ব্যাঙ্কমুখী আম জনতা, তখনই আরও একটি বড়সড় ঘোষণা করে ফেলল কেন্দ্র। জানিয়ে দিল, খুব শীঘ্রই বাজারে ফিরবে হাজার টাকার নতুন নোট। পাশাপাশি নতুন রূপে আসছে একশো এবং পঞ্চাশের নোটও।

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে বক্তৃতা দিয়ে পাঁচশো এবং হাজারের নোট বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বৃহস্পতিবার থেকে আগামী ৫০ দিন অর্থাত্ ৩০ ডিসেম্বর পর্যন্ত যে কোনও ব্যাঙ্ক এবং পোস্ট অফিস থেকে বদলে নেওয়া যাবে পুরনো নোট। কী ভাবে নোট বদল হবে, কোন ক্ষেত্রে পুরনো নোট চলবে, সর্বোচ্চ কত টাকা তোলা যাবে, এই সব নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এক দিন বন্ধ থাকার পর এ দিন ব্যাঙ্ক খুলতেই দীর্ঘ লাইন পড়ে গ্রাহকদের। চলে নোট বদলানোর কাজ। আম জনতা যখন নোট বদলাতে ব্যস্ত, তখনই নতুন ১০০০ টাকার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং কেন্দ্রীয় অর্থ সচিব শক্তিকান্ত দাশ।

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শক্তিকান্ত এ দিন বলেন, “কালো টাকার সরবরাহ রুখতে বলিষ্ঠ পদক্ষেপ করেছে সরকার। কয়েক মাসের মধ্যেই আমরা নতুন হাজার টাকার নোট বাজারে আনব। তাতে নিরাপত্তার দিকটি বিশেষ ভাবে নজরে রাখা হবে।” পুরনো হাজার টাকার নোটের সঙ্গে এর রঙেরও অমিল থাকবে বলে জানান তিনি।

শক্তিকান্ত আরও জানান, আপাতত একশো বা পঞ্চাশ টাকার নোট নিয়ে কোনও সমস্যা না হলেও কয়েক মাসের মধ্যে পাল্টানো হবে সেই নোটও। এবং এ ক্ষেত্রেও নিরাপত্তার দিকটি বিশেষ ভাবে মাথায় রাখা হবে। তবে নতুন নোট আসার আগে নতুন সিরিজের নোট খুব শীঘ্রই বাজারে চলে আসবে বলে জানান শক্তিকান্ত।

আরও পড়ুন:
নোট বদলের লম্বা লাইন, ভিড় সামলাতে রাস্তায় নেমে এল ব্যাঙ্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Currency Black Money Shaktikant Das
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE