Advertisement
E-Paper

আইএস দমনে তৎপর কেন্দ্র, বার্তা রাজনাথের

নরেন্দ্র মোদী সরকার ভারতকে আইএসের লক্ষ্যবস্তু হয়ে উঠতে দেবে না বলে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। গত কালই গুজরাত থেকে আইএস জঙ্গি সন্দেহে দুই ভাই ওয়াসিম ও নইম রামোদিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:৩২

নরেন্দ্র মোদী সরকার ভারতকে আইএসের লক্ষ্যবস্তু হয়ে উঠতে দেবে না বলে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। গত কালই গুজরাত থেকে আইএস জঙ্গি সন্দেহে দুই ভাই ওয়াসিম ও নইম রামোদিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

বারাণসীতে এক প্রশ্নের জবাবে রাজনাথ বলেন, ‘‘আমরা কোনও ভাবেই ভারতকে আইএসের লক্ষ্যবস্তু হয়ে উঠতে দেব না। ওই গ্রেফতারি নিয়ে আমি গুজরাত সরকারের সঙ্গে কথা বলেছি। আরও খোঁজ নেব।’’ গত কাল রাজকোট ও ভবনগর থেকে ওয়াসিম ও নইমকে গ্রেফতার করে পুলিশ। তাদের দাবি, কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রিধারী এই দুই যুবক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত। রাজকোটের চৌটিলায় চামুণ্ডা মন্দির ছাড়াও সৌরাষ্ট্রের বিভিন্ন ধর্মস্থানে হামলার ছক কষেছিল তারা। ওই যুবকদের সঙ্গে কারা যোগাযোগ রাখত তাদের পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে।

আজ রাজকোটের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর এ সিংহের আদালতে সরকারি আইনজীবী জানান, দুই ভাইয়ের কাছে পাওয়া বিস্ফোরক কোথা থেকে এসেছে তা জানা প্রয়োজন। বিস্ফোরক ছাড়াও উত্তরপ্রদেশের হরদোই থেকে ধৃত মুফতি করিমের ১৭৩টি বক্তৃতা উদ্ধার হয়। মুফতি করিমও এ দেশে আইএসের সদস্য সংগ্রহের কাজ করত। এ ছাড়া আইএসের পত্রিকা দাবিকের আটটি সংস্করণ ও কী ভাবে বোমা বানানো ও গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া যায় সে বিষয়ে দু’জনের ল্যাপটপে একাধিক ভিডিও পাওয়া গিয়েছে। গুজরাতে আইএসের স্লিপার সেল রয়েছে কি না তা-ও তদন্ত দেখছে পুলিশ।

Rajnath Singh IS Central Government india রাজনাথ সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy