আইএএস ক্যাডার রুল সংশোধনে কেন্দ্র অনড়। শুধু অনড়ই নয়, বাংলা-সহ একাধিক অ-বিজেপি শাসিত রাজ্যের তরফে তীব্র আপত্তি সত্ত্বেও আরও একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্র। যে কারণেই চলতি সপ্তাহে এই বিষয়ে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্যাডার রুলে সংশোধন চেয়ে গত ১২ জানুয়ারি রাজ্যের কাছে দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছিল কেন্দ্র। তাই নিয়েই বৃহস্পতিবারের চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘নয়া ক্যাডার রুল সংশোধনী প্রস্তাব আগের চেয়ে অনেক বেশি দমনমূলক এবং তা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।’ কিন্তু ওই প্রস্তাবে কী রয়েছে?
আমলাদের পুরোপুরি নিয়ন্ত্রণের ক্ষমতা নিজেদের হাতে রাখতে কেন্দ্রের প্রস্তাবে একটি নতুন সংস্থান জুড়ে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, জনস্বার্থে এবং কোনও নির্দিষ্ট পরিস্থিতিতে কেন্দ্র কোনও আমলাকে ডেকে পাঠালে রাজ্যকে নির্দিষ্টি সময়ের মধ্যে ওই আমলাকে ছেড়ে দিতে হবে। রাজ্য তাতে সম্মতি না দিলে কেন্দ্র ওই আমলাকে দায়িত্ব থেকে অব্যহতি দেবে।