Advertisement
০২ মে ২০২৪

শরিফকে শুভেচ্ছা

পঠানকোট হামলার জেরে আড়ষ্ট হয়ে যাওয়া ভারত-পাক সম্পর্ক কিছুটা সহজ করার চেষ্টায় আজ কূটনৈতিক সৌজন্যকেই কাজে লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০৩:৫১
Share: Save:

পঠানকোট হামলার জেরে আড়ষ্ট হয়ে যাওয়া ভারত-পাক সম্পর্ক কিছুটা সহজ করার চেষ্টায় আজ কূটনৈতিক সৌজন্যকেই কাজে লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন করে তাঁকে ইদের শুভেচ্ছা জানালেন তিনি। গত মে মাসে লন্ডনে ওপেন হার্ট সার্জারি হয়েছে নওয়াজের। আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। পাঁচ বছরের মধ্যে এটি তাঁর দ্বিতীয় অপারেশন। মোদী আজ ফোনে নওয়াজের স্বাস্থ্য নিয়ে জানতে চান। তাঁর দ্রুত উন্নতিও কামনা করেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ আজ এ কথা জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশের রেস্তোরাঁয় হামলার ঘটনার পর ঢাকা আঙুল তুলছে পাকিস্তানের দিকে। প্রকাশ্যে না হলেও, এ ব্যাপারে গোপন তদন্তও চালাচ্ছে নর্থ ব্লক। কালই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছে পাকিস্তান। কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদী-শরিফ নিজেদের মধ্যে এমন একটি রসায়ন তৈরি করে নিতে পেরেছেন যা ভারত-পাক সম্পর্কের প্রশ্নে অভূতপূর্ব। দু’দেশের মধ্যে চরম উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও এই দুই রাষ্ট্রনেতা অক্লেশে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গিয়েছেন ধারাবাহিক ভাবে। সমস্ত প্রোটোকল অগ্রাহ্য করে মোদী চলে গিয়েছেন নওয়াজের বাসভবনে। কূটনৈতিক সূত্রের বক্তব্য, এই যোগাযোগটিই এখন পর্যন্ত জোড়াতালি দিয়ে রেখেছে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nawaz sharif Eid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE