Advertisement
E-Paper

বিয়ের মণ্ডপ থেকে ৫০০ মিটার দূরে বরকে গুলি, নেপথ্যে কি প্রণয়ঘটিত কারণ?

বাইকে সওয়ার হয়ে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছোড়া গুলিতে গুরুতর হলেন হবু বর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৩:০৬
গুলি লাগার পর এই হাসপাতালেই চিকিৎসাধীন হবু বর। ছবি: সংগৃহীত।

গুলি লাগার পর এই হাসপাতালেই চিকিৎসাধীন হবু বর। ছবি: সংগৃহীত।

ঘোড়ায় চড়ে আসছে বর। বিয়ের মণ্ডপে তখন অপেক্ষায় কনে। কিন্তু সেই অপেক্ষা পরিণতি পেল না। কারণ বিয়ের মণ্ডপ থেকে মাত্র ৫০০ মিটার দূরে গুলিতে গুরুতর জখম হয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন হবু বর। বাইকে সওয়ার হয়ে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছোড়া গুলিতে গুরুতর হলেন হবু বর।

ঘটনাস্থল দক্ষিণ দিল্লির মাদানগির। সোমবার রাতের ঘটনা। ওই যুবকের নাম বাদল। বয়স মাত্র ২৫ বছর।

পুলিশ সূত্রে খবর, রাত ১০টা নাগাদ বরযাত্রীরা আনন্দ করতে করতে বিয়ের মণ্ডপের দিকে যাচ্ছিলেন। বাদল ঘোড়াতে ছিলেন। তাঁর সামনে এবং পিছনে বরপক্ষের লোকজন নাচ ছিলেন। মণ্ডপের প্রায় কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন তাঁরা। তখনই মাদানগিরে তাঁদের পাশে একটি বাইক এসে দাঁড়ায়। বাইকে দু’জন আরোহী ছিল। কোনও কিছু বুঝে ওঠার আগে তারাই বাদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

আরও পড়ুন: আট মাস ধরে খুনের ছক, সুপারি দু’ লাখ, নিউটাউন খুনে আটক...

গুলিটা যে সরাসরি বাদলের কাঁধে লেগেছে প্রথমে সেটা খেয়াল করেননি কেউই। প্রচন্ড যন্ত্রনায় ঘোড়া থেকে নেমে বাদল বিষয়টা জানান। বাদলের কাঁধ তখন রক্তে ভেসে যাচ্ছে। পরিবারের লোকেরা তৎক্ষণাৎ তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: নেশা করিয়ে ‘প্রভাবশালী’দের বাড়িতে পাঠানো হত হোমের মেয়েদের!

ঠিক কী কারণে বাদলের উপর আক্রমণ করা হল তা এখনও বুঝে উঠতে পারছেন না বাদলের পরিবার। এখানে হবু কণের সঙ্গে প্রণয়ঘটিত কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না তদন্তে তা জানারও চেষ্টা করছে পুলিশ।

Delhi Crime Madangir Groom Firing দিল্লি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy