Advertisement
E-Paper

উৎসবের মরসুম, সঙ্গে জিএসটি ছাড়! গত অক্টোবরে দেশে ২০ শতাংশ বেড়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার, দাবি রিপোর্টে

২২ সেপ্টেম্বর থেকে দেশে নতুন জিএসটি ব্যবস্থা চালু হয়েছে। দাম কমে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসের। তার পর থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ইউপিআই-এর মাধ্যমে লেনদেনের পরিমাণও বেড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

উৎসবের মরসুমের ক্রমবর্ধমান চাহিদা, সঙ্গে জিএসটি ছাড়— সব মিলিয়ে চলতি বছরের অক্টোবরে নাকি এক ধাক্কায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার! এমনটাই জানা গেল এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিপোর্টে।

এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালের তুলনায় চলতি বছরের অক্টোবর মাসে গ্রাহকদের ক্রেডিট কার্ডে কেনাকাটার পরিমাণ প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে। সব মিলিয়ে টাকার অঙ্ক গিয়ে ঠেকেছে ২.১৪ লক্ষ কোটি টাকায়, যা গত বছরের অক্টোবরের (১.৭৯ লক্ষ কোটি টাকা) তুলনায় অনেকটাই বেশি। বেশিরভাগ ব্যবহারকারীই পুজো ও দীপাবলির কেনাকাটা, ভ্রমণ, বৈদ্যুতিন ডিভাইস কেনা এবং দৈনন্দিন নানা পণ্য কিনতে ক্রেডিট কার্ডের শরণাপন্ন হয়েছেন। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজিটাল এবং কার্ড মারফত লেনদেন।

এর কারণ খুঁজতে গিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে জিএসটি (পণ্য ও পরিষেবা কর)-তে ছাড় মিলতেই দেশ জুড়ে বেড়েছে কেনাকাটার ধুম। ২২ সেপ্টেম্বর থেকে দেশে নতুন জিএসটি ব্যবস্থা চালু হয়েছে। দাম কমে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসের। তার পর থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ইউপিআই-এর মাধ্যমে লেনদেনের পরিমাণও বেড়েছে। এর সঙ্গে আবার উৎসবের মরসুমে ক্রেতাদের আকৃষ্ট করতে বিবিধ পণ্যে ছাড় ঘোষণা করে থাকে নানা ই-কমার্স সাইট। ফলে স্বভাবতই অক্টোবর মাস জুড়ে কেনাকাটার দিকে ঝোঁক বেড়েছে জনসাধারণের।

ইউপিআই-এর সঙ্গে রুপে ক্রেডিট কার্ডের সংযুক্তিকরণের ফলে দৈনন্দিন জীবনে ক্রেডিট কার্ডের ব্যবহার আরও সহজ হয়েছে। প্রচলিত নগদ টাকায় লেনদেন থেকে সরে এসে এখন ডিজিটাল মাধ্যমে টাকা পাঠাতেই বেশি স্বচ্ছন্দ গ্রাহকেরা। ফলে গত কয়েক মাসে দেশে ক্রেডিট কার্ডের ব্যবহারও এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ভারতে ১১ কোটিরও বেশি ক্রেডিট কার্ড সচল রয়েছে। ২০৩০ অর্থবর্ষের মধ্যে এই সংখ্যা ২০ কোটিতে পৌঁছে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Credit Card UPI RuPay GST
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy