Advertisement
৩০ এপ্রিল ২০২৪
National News

‘যৌনতা মৌলিক অধিকার’, সেক্স টেপ বিতর্কে হার্দিকের পাশে জিজ্ঞেস

গত মে মাসের ওই ভিডিওটি কোনও একটি হোটেল রুমের গোপন ক্যামেরায় তোলা হয়েছে। চার মিনিটের একটি ভিডিও ফুটেজে হার্দিক পটেলের মতো দেখতে এক ব্যক্তির সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠ দৃশ্যের ছবি দেখা যায়। এর পরেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতির আঙিনা।

পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ১৩:৫৭
Share: Save:

সেক্স টেপ বিতর্কে হার্দিক পটেলের সমর্থনে মুখ খুললেন জিজ্ঞেস মেওয়ানি। টুইট করে জিজ্ঞেস জানালেন, যৌনতা নিয়ে লজ্জার কিছু নেই হার্দিকের। তাঁর মন্তব্য, “যৌনতা মৌলিক অধিকার। আপনার গোপনতার অধিকার খর্ব করার অধিকার কারও নেই।”

সোমবার গুজরাতের স্থানীয় টেলিভিশন চ্যানেলে ‘হার্দিক পটেলের সেক্স সিডি’ নামে ওই সেক্স-টেপটি সম্প্রচারিত হয়। গত মে মাসের ওই ভিডিওটি কোনও একটি হোটেল রুমের গোপন ক্যামেরায় তোলা হয়েছে। চার মিনিটের একটি ভিডিও ফুটেজে হার্দিক পটেলের মতো দেখতে এক ব্যক্তির সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠ দৃশ্যের ছবি দেখা যায়। এর পরেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতির আঙিনা।

গুজরাত বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের সেক্স টেপ প্রকাশিত হতে পারে বলে সপ্তাহখানেক আগেই দাবি করেছিলেন রাজ্যের পতিদার আন্দোলনের মুখ হার্দিক। গুজরাতে বিধানসভা নির্বাচন হবে ৯ ও ১৪ ডিসেম্বর। আসন্ন নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করতে বিজেপি যে কোনও কদর্য কৌশল নিতে পারে বলে মত হার্দিকের। বরং ওই ভিডিওতে দেখানো মহিলার সম্ভ্রম নিয়ে চিন্তিত হার্দিক। তিনি বলেন, “গুজরাতের মহিলাদের এই বিষয়ে সরব হওয়া উচিৎ।”

আরও পড়ুন

রসগোল্লা পেয়ে জিতে গেল বাংলা

আইনি জয় গঙ্গার, তৃতীয় লিঙ্গের প্রথম কনস্টেবল পেল রাজস্থান

ছাত্র সংগঠনকে ভিত করে হিমাচল প্রদেশে লাল পতাকা তুলছে সিপিএম

হিন্দুত্ববাদী নেতাকে খুন করে ফেসবুক পোস্ট করল খুনি!

হার্দিকের মতোই রাজ্য রাজনীতির অন্য এক তরুণ মুখ জিজ্ঞেস। গুজরাতে দলিতদের নির্যাতন নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন তিনি। হার্দিক ও জিজ্ঞেসের মতো তরুণ নেতারা বিজেপি-র ‘অপশাসন’-এর বিরুদ্ধে সরব হয়েছেন। আসন্ন নির্বাচনে কংগ্রেসের হয়েও প্রচার চালাবেন বলে জানিয়েছেন তাঁরা। হার্দিকের স্বপক্ষে জিজ্ঞেস মুখ খুললেও এ বিষয়ে নিশ্চুপ বিজেপি নেতৃত্ব। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার দাবি, ওই ভিডিওটি সম্প্রচারে তাঁদের কোনও হাত নেই।

বিজেপি-র এই দাবি খারিজ করে কংগ্রেসের মুখপাত্র মণীশ দোশী বলেন, “ভোটের আগে চাপে রয়েছে বিজেপি। রাজ্যে কংগ্রেসের কাছে জমি হারাচ্ছে তারা। তা ছাড়া, এই তরুণ নেতারাও আমাদের সঙ্গে সহমত পোষণ করে। সে কারণেই হার্দিকের দিকে কাদা ছোড়া হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE