ছবি: সংগৃহীত।
গুজরাত
• এবিপি নিউজ-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাতে বিজেপি ১১৭টি আসনে জয় লাভ করবে। ৬৪টি আসন কংগ্রেসের দখলে থাকবে। অন্যান্য দল পাবে ৮টি আসন।
• টাইমস নাও-ভিএমআর-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, বিজেপি ১০৯টি আসনে জয় লাভ করবে। কংগ্রেস ৭০টি আসনে এবং অন্যান্য ৩টি আসন পাবে।
• সি-ভোটার-টাইমস অব ইন্ডিয়া অনলাইন-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাতে বিজেপি ১০৮টি আসনে জয় লাভ করবে। কংগ্রেস ৭৪টি আসনে এবং অন্যান্য ০ আসন পাবে।
• চাণক্য-র বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে ১৩৫টি আসন দখল করবে বিজেপি। কংগ্রেস ৪৭টি আসন এবং অন্যান্য দল ০ আসন পাবে।
• ইন্ডিয়া টুডে-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাতে বিজেপি ৯৯ থেকে ১১৩টি আসনে জয় লাভ করবে। অন্য দিকে কংগ্রেস পাবে ৬৮ থেকে ৮২টি আসন, অন্যান্য ১-৪টি আসন দখল করবে।
• সি-ভোটার -এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে বিজেপি ১০৮টি আসনে জিতবে, কংগ্রেস পাবে ৭৪টি আসন।
আরও পড়ুন
দেশের ভিতরেই ‘বর্ডার’! এক দিকে হিন্দু, অন্য দিকে মুসলমান
• সহারা সময়-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে বিজেপি লাভ করবে ১১২টি আসন, কংগ্রেসের মিলবে ৬৮টি আসন, অন্যান্য ২টি আসনে জয় লাভ করবে।
• রিপাবলিক-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে কংগ্রেসের দখলে থাকবে ৭৪টি আসন।
• রিপাবলিক-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাত বিধানসভায় ১০৮টি আসন লাভ করবে বিজেপি।
আরও পড়ুন
গুজরাতে ভোট দিয়ে ‘রোড শো’ প্রধানমন্ত্রীর, অভিযোগ কংগ্রেসের
• টাইমস নাও-ভিএমআর-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, গুজরাতে কংগ্রেসের দখলে থাকবে ৭০টি আসন। অন্যান্য ৩টি আসন পাবে।
• টাইমস নাও-ভিএমআর-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাতে বিরাট ব্যবধানে জয় লাভ করবে বিজেপি। তাদের দখলে থাকবে ১০৯টি আসন।
হিমাচল প্রদেশ
• আজ তক-অ্যাক্সিস-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হিমাচলে বিজেপি পাবে ৪৭-৫৫টি আসন। ১৩-২০টি আসন পাবে কংগ্রেস। অন্যান্য ০-২টি আসনে জয় লাভ করবে।
• সি-ভোটার-টাইমস অব ইন্ডিয়া-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, হিমাচলে বিজেপি ৪১টি আসন দখল করবে। কংগ্রেস ২৫টি এবং অন্যান্য ২টি আসন পাবে।
• চাণক্য-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হিমাচল প্রদেশে ৫৫টি আসন লাভ করবে বিজেপি। কংগ্রেস ১৩টি এবং অন্যান্য ০ আসন পাবে।
• ইন্ডিয়া টুডে-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হিমাচল প্রদেশে বিজেপি জিতবে ৪৭-৫৫টি আসন। কংগ্রেসের দখলে থাকবে ১৩-২০টি আসন। অন্যান্য পাবে ০-২টি আসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy