Advertisement
২০ এপ্রিল ২০২৪

হাফলঙেও ফুটল পদ্মফুল

পাহাড়ি জেলায় ফুটল পদ্মফুল। ডিমা হাসাও জেলার হাফলং আসন ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী বীরভদ্র হাগজার। স্বাধীনতার পর থেকে অনেকটা সময়ই হাফলং ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ২০ মে ২০১৬ ০২:৪৮
Share: Save:

পাহাড়ি জেলায় ফুটল পদ্মফুল।

ডিমা হাসাও জেলার হাফলং আসন ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী বীরভদ্র হাগজার। স্বাধীনতার পর থেকে অনেকটা সময়ই হাফলং ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। পরিস্থিতি এ বার বদলে গেল। আগে কখনও হাফলং কেন্দ্রে জিততে পারেনি বিজেপি। এ দিন ৮ হাজার ২৮৫ ভোটে কংগ্রেসের নির্মল লাংথাসাকে পরাজিত করলেন বীরভদ্র। বিকেলে রিটার্নিং অফিসার অমরেন্দ্র বরুয়া বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা করেন। তার পরই জেলাজুড়ে উৎসব শুরু হয়। মিছিল করে বীরভদ্র হাগজারকে নিয়ে যাওয়া হয় বিজেপি জেলা অফিসে। বীরভদ্রবাবু পার্বত্য জেলার মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘জেলার মানুষ কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন। এ বার এখানে পরিবারতন্ত্রের অবসান ঘটল। আমি জেলার বিকাশের জন্য কাজ করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

state assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE