Advertisement
০৪ মে ২০২৪

মেধা তালিকায় উঠে এল হাফলং

The merit list and came up Haflongমেধা তালিকায় স্থান করে নিল হাফলং ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র থাইরিংডাও লাংথাসা।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০২:৫৭
Share: Save:

মেধা তালিকায় স্থান করে নিল হাফলং ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র থাইরিংডাও লাংথাসা।

এবারের মাধ্যমিক পরীক্ষায় ৯৪.৬৭ শতাংশ নম্বর নিয়ে রাজ্যে অষ্টাদশ স্থান দখল করে থাইরিংডাও। সুরত নগরের বাসিন্দা, বনবিভাগের কর্মী বিতেন লাংথাসা ও মমিতা লাংথাসার ছেলে থাইরিংডাও ইঞ্জিনিয়ার হতে চায়।
থাইরিংডাও তার এই সাফল্যে কৃতিত্ব দিয়েছেন তাঁর স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ মা-বাবাকে। প্রতিদিন ৭ ঘণ্টা করে পড়াশশোনা করত বলে সে জানিয়েছে। আজ ১১ টা নাগাদ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পরই স্কুলে খুশির হাওয়া বয়ে যায়। ডন বস্কো হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলের ফাদার ইমানুয়েল বলেন, ‘‘লাংথাসার সাফল্য শুধু স্কুলের গৌরব বাড়ায়নি, ডিমা হাসাও জেলার নামও উজ্জ্বল করেছে।’’

এ দিকে, পুরো রাজ্যে পাশের হার যেখানে ৬২.৭৯ শতাংশ সেখানে ডিমা হাসাও জেলায় পাশের হার ৫৬.৭৩ শতাংশ। এবার মাধ্যমিকে ডিমা হাসাও জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫০৮ জন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৯৯০ জন পরীক্ষার্থী। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৬৫০ জন, দ্বিতীয় বিভাগে ৭৪৭ ও
তৃতীয় বিভাগে ৫৪৩ জন উত্তীর্ণ হয়েছে। তবে হাফলং সেন্ট অ্যাগনেস কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুল ও সিনড হায়ার সেকেন্ডারি স্কুলে পাশের হার ১০০ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haflong Student Merit list
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE