Advertisement
E-Paper

ত্রুটিমুক্ত করার সঙ্গেই আধুনিকীকরণ চলছে, নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীতে আবার ফিরছে ধ্রুব কপ্টার

গত এক দশকে একাধিক বার দুর্ঘটনার মুখে পড়েছে। অভিযোগ উঠেছে যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটির। গুজরাতে একটি ধ্রুব ভেঙে পড়ার পরে গত ৫ জানুয়ারি থেকে উড়ান বন্ধ রাখা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:১২
HAL Dhruv Helicopter fleet of the Indian Coast Guard and the Indian Navy will soon receive manufacturing modifications

ধ্রুব কপ্টার। —ফাইল চিত্র।

ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর কাজে আবার ফিরে আসছে ধ্রুব। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি এই ‘অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার’ (এএলএইচ)-গুলির প্রয়োজনীয় সংস্কার এবং আধুনিকীকরণের কাজ অনেকটাই এগিয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব গত এক দশকে একাধিক বার দুর্ঘটনার মুখে পড়েছে। অভিযোগ উঠেছে যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটির। গুজরাতে একটি ধ্রুব ভেঙে পড়ার পরে গত ৫ জানুয়ারি থেকে উড়ান বন্ধ রাখা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ধ্রুবর ত্রুটিগুলি চিহ্নিত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে বিশদ সমীক্ষার পরে তারা কিছু সুপারিশ করেছে।

কী আছে সেই সুপারিশে? প্রতিবেদনে দাবি, উৎপাদন প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি কপ্টারগুলিকে দীর্ঘমেয়াদি উড়ানের উপযোগী করে তুলতে আরও উচ্চমানের ‘নন-রোটেটিং সোয়াশপ্লেট বিয়ারিং’ (এনআরএসবি) ব্যবহারের কথা বলা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, জাহাজের ডেকে অবতরণের সময় ভারসাম্য বজায় রাখা এবং চাপ সহনক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে কিছু প্রয়োজনীয় আধুনিকীকরণের কথা। তা মেনেই চলছে কাজ। হ্যাল-এর তৈরি ধ্রুব ভারতীয় বায়ুসেনার পাশাপাশি নেপাল, মলদ্বীপ এবং মরিশাসের বিমানবাহিনী ব্যবহার করে। তবে গত এক দশকে একাধিক বার যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠেছে ধ্রুবের বিরুদ্ধে। কয়েক বছর আগে এই কপ্টার কেনার পরেও তা দুর্ঘটনার জেরে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর।

Dhruv Helicopter Indian Defence System Indian Coast Guard Indian Navy HAL Defence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy