Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mysterious death

মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে রহস্য করবেট ব্যাঘ্র সংরক্ষণে

করবেট ব্যাঘ্র সংরক্ষণে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হল। বুধবার থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন।

representative photo of deadbody

কোনও জন্তুর আক্রমণের কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে অনুমান। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
হৃষীকেশ শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৯
Share: Save:

‘ম্যান ইটার্স অব কুমায়ুন’ কি ফিরে এল? মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল করবেট ব্যাঘ্র সংরক্ষণে। মহিলার অর্ধেক দেহ কোনও জন্তু খেয়ে নিয়েছে। বুধবার থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তাঁর দেহ উদ্ধার করা হয়েছে করবেট ব্যাঘ্র সংরক্ষণের বাফার জোন থেকে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কমলা দেবী (৩৮)। বদনগড় খালের কাছ থেকে ওই মহিলার দেহ উদ্ধার করেন বনরক্ষীরা। এই কথা জানিয়েছেন চিফ কনজ়ারভেটর অফ ফরেস্ট কুমায়ুন প্রসন্নকুমার পাত্র।

কোনও হিংস্র জন্তুর কবলে পড়ে ওই মহিলা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছেন ব্যাঘ্র সংরক্ষণের কর্মীরা। বুধবার সন্ধ্যা থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। বৃহস্পতিবার খালের কাছে মহিলার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান বনরক্ষীরা।

তবে বাঘ না চিতাবাঘ, কোন জন্তুর আক্রমণের কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger Jim Corbett National Park attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE