ফিল্মি কায়দায় এসইউভি নিয়ে বিয়ের মণ্ডপে ঢুকে বরের মাথায় রিভলভার ঠেকিয়ে খোদ বরকেই অপহরণ করে নিয়ে গিয়েছিলেন তিনি। ঘটনার ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই ধরা পড়লেন সেই ‘রিভলভার রানি’।
মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের হামিরপুর জেলার মৌদাহা শহরে ঘটেছিল ঘটনাটি। বর অশোক যাদবকে তাঁর পরিবার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে বলে ছাদনাতলা থেকেই অশোককে অপহরণ করে এনেছিলেন তাঁর প্রেমিকা। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম বর্ষা সাউ। তবে ধরা পড়ার পর পুলিশের কাছে বর্ষা জানায়, অশোক তাঁকে ভালবাসেন। তা হলে তিনি কী করে অন্য কাউকে বিয়ে করতে পারেন? তবে তাঁর কাছে কোনও অস্ত্র ছিল না বলেও জানিয়েছেন বর্ষা। পুলিশ সূত্রে খবর, অপহৃত অশোক যাদবকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বরকে নিয়ে পালাল ‘রিভলভার রানি’
বর্ষাকে জেরা করছে পুলিশ
পুলিশ জানায়, স্থানীয় এক ডাক্তারের ক্লিনিকে কাজ করতেন ওই যুবক। সেখানে কাজ করতেন ওই তরুণীও। কয়েক মাসের আলাপ গড়ায় প্রেমে। সব কিছু দিব্যি চলছিল। কিন্তু বাদ সাধে অশোকের পরিবার। তাঁর বাড়ির লোক তাঁর বিয়ে ঠিক করে হামিরপুরের ভারতী যাদবের সঙ্গে। তাঁর সঙ্গে বাগদান পর্বও সারা হয়ে গিয়েছিল। উপায়ন্তর না দেখে তাই প্রেমিককেই অপহরণ করার ছক কষেছিলেন বর্ষা। বর্ষার দাবি, ভারতীর সঙ্গে বিয়েতে খুশি ছিলেন না অশোক। আট বছর ধরে তাঁরা একে অপরকে ভালবাসেন।
(ছবি: টুইটারের সৌজন্যে)