Advertisement
E-Paper

লোকসভা নির্বাচনে লড়ছেন না, জানিয়ে দিলেন রজনীকান্ত

তামিলনাড়ুতে পানীয় জল একটা বিশাল সমস্যা। রজনীর তাই রাজ্যবাসীর কাছে আহ্বান, যে দল এই সমস্যা থেকে পাকাপাকি ভাবে তামিলনাড়ুকে মুক্তি দিতে পারবে এবং জল সমস্যা মেটাতে ভাল নীতি নিয়ে আসবে তাদেরকেই বেছে নিতে হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৫
জল্পনা ওড়ালেন রজনীকান্ত। —ফাইল চিত্র।

জল্পনা ওড়ালেন রজনীকান্ত। —ফাইল চিত্র।

আসন্ন লোকসভা নির্বাচনে তিনি লড়বেন না। রবিবার এক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়ে দিলেন অভিনেতা রজনীকান্ত। শুধু তাই নয়, তাঁর দল যে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না সে বার্তাও দিয়েছেন তিনি।

রজনী বলেন, “লোকসভা নির্বাচনে আমার দল কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করছে না। তাই আমার ছবি, রজনী মাক্কাল মণ্ডরম-এর পতাকা অথবা রজনী ফ্যান ক্লাবকে যেন কোনও দল তাদের প্রচারে ব্যবহার না করেন।”

তামিলনাড়ুতে পানীয় জল একটা বিশাল সমস্যা। রজনীর তাই রাজ্যবাসীর কাছে আহ্বান, যে দল এই সমস্যা থেকে পাকাপাকি ভাবে তামিলনাড়ুকে মুক্তি দিতে পারবে এবং জল সমস্যা মেটাতে ভাল নীতি নিয়ে আসবে তাদেরকেই বেছে নিতে হবে।

২০১৭-তেই তামিল সুপারস্টার ঘোষণা করেছিলেন, তিনি রাজনীতিতে নামতে চলেছেন। কোন রাজনৈতিক দলে নাম লেখাতে চলেছেন, নাকি সম্পূর্ণ আলাদা একটি দল গঠন করবেন তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। নানা মাধ্যম থেকে এমনও শোনা যাচ্ছিল, রজনী নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন‌! কিন্তু সব সম্ভাবনায় জল ঢেলে দিয়েছিলেন খোদ রজনীই।

আরও পড়ুন: আমদানি শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ, পাকিস্তান নিয়ে আরও কড়া ভারত

আরও পড়ুন: ‘হিন্দুস্তানকো রোনা চাহিয়ে’! পুলওয়ামা হামলার জঙ্গিদের বার্তা দিয়েছিল মাসুদ আজহার

রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি। তবে কোনও রাজনৈতিক দলে নাম লেখাননি তিনি। আলাদা একটি দল গঠন করবেন বলে জল্পনা চলছে। আর সেই দলের নাম কী হবে সেটা নিয়েও আমজনতা থেকে রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে বিস্তর কৌতূহল। তবে ২০২১-এ যে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তাঁর দল লড়বে সেটা ঘোষণা করেছিলেন আগেই।

Rajinikanth Tamilnadu রজনীকান্ত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy