জঙ্গল থেকে মিলল এক সদ্যোজাতের কাটা মুন্ডু! শুক্রবার ঝাড়খণ্ডের পলামু জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অনেক খোঁজাখুঁজির পরেও শিশুটির ধড়ের খোঁজ মেলেনি। মনে করা হচ্ছে, নরবলির উদ্দেশ্যে খুন করা হয়ে থাকতে পারে ওই সদ্যোজাতকে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পলামুর হনুমান নগরের কাছের এক জঙ্গল থেকে একটি কুকুরকে মুন্ডুটি মুখে নিয়ে বেরোতে দেখেন স্থানীয়েরা। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে মুন্ডুটি উদ্ধার করে। কিন্তু আশপাশের গোটা এলাকা জুড়ে তল্লাশি চালিয়েও কোথাও শিশুটির ধড় খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন:
-
প্রবেশ-প্রস্থানের একটিই পথ! ভিড় নিয়ে সতর্ক করা হয়নি পুলিশকেও, অন্ধ্রে পদপিষ্টকাণ্ডে তদন্তের নির্দেশ চন্দ্রবাবুর
-
সন্তর্পণে গ্রিল কেটে তৈরি করা হয় প্রবেশপথ! মুম্বইয়ের স্টুডিয়ো থেকে কী ভাবে ১৭ শিশুকে উদ্ধার পুলিশের
-
‘উড়িয়ে দেওয়া হবে হায়দরাবাদ বিমানবন্দর!’ উড়ো মেলে বোমাতঙ্ক ছড়াতেই ঘোরানো হল বিমানের মুখ
মাথাটি দেখে মনে করা হচ্ছে, সদ্যোজাত শিশুটির বয়স ছিল তিন থেকে পাঁচ দিন। টাউন থানার তদন্তকারী কর্তা বালকৃষ্ণ ওঁরাওয়ের কথায়, ‘‘আমরা কেবল মাথাটি পেয়েছি। এটি দক্ষ হাতে পরিষ্কার ভাবে কাটা হয়েছে বলে মনে হচ্ছে।’’ তিনি আরও জানিয়েছেন, মাথাটি যেখানে পাওয়া গিয়েছে সেটি একটি কবরস্থানের কাছাকাছি অবস্থিত। ফলে কুকুরটি মাটি খুঁড়েও মুন্ডুটি তুলে এনে থাকতে পারে।
ঘটনায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নরবলির উদ্দেশ্যে শিশুটিকে খুন করা হয়েছে। গত কয়েক দিনে এই অঞ্চলে কত জন শিশুর জন্ম হয়েছে, তা জানতে নিকটবর্তী হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।