আলাদা ভাবে হলেও রাজীব কুমারের আগাম জামিনের মামলা ও চিট ফান্ড কেলেঙ্কারিতে সিবিআই তদন্তে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুক্রবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।
সারদা মামলায় ছ’বছর আগে আইপিএস অফিসার, বর্তমানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে সিবিআইয়ের ছ’বছরের পুরনো মামলা গত সোমবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিতে চাইলেও কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ করেছিলেন, এর সঙ্গে সিবিআই-তদন্তে বাধা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার একসঙ্গে শুনানি হোক। এই মামলাও ছ’বছর ধরে ঝুলে রয়েছে।
দু’টি মামলা একসঙ্গে যুক্ত না হলেও আলাদা ভাবে শুক্রবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। রাজীব কুমারের হয়ে জামিনের মামলায় প্রবীণ আইনজীবী বিশ্বজিৎ দেব, আদালত অবমাননায় রাজ্যের পুলিশ-প্রশাসনের হয়ে মুকুল রোহতগি ও অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করবেন। দু’টি মামলারই প্রথম দিকে শুনানি হওয়ার কথা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)