Advertisement
E-Paper

বৃষ্টি, ধস, মৃত্যু: ধুঁকছে মন্ডী! সাংসদ কোথায় ছিলেন? কঙ্গনার সাফাই, ‘আমি মন্ত্রীও নই, তহবিলও নেই’

গত কয়েক দিনে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মন্ডীতে ৩১ জন এখনও নিখোঁজ। ১৫০টির বেশি বাড়ি ভেঙে পড়েছে। ৩১টি গোশালা, ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১২:৩১
হিমাচল প্রদেশে বৃষ্টিতে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কঙ্গনা রানাউত।

হিমাচল প্রদেশে বৃষ্টিতে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কঙ্গনা রানাউত। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টি, তার জেরে ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মন্ডীতেই প্রাণ হারিয়েছেন ১৪ জন। তার পরেই ওই কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের অনুপস্থিতি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল কংগ্রেস। এই পরিস্থিতিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ‘যুক্তি’ দিলেন মন্ডীর সাংসদ। দাবি করলেন, তিনি মন্ত্রী নন। ত্রাণের জন্য তহবিলও নেই। তার পরেও কেন্দ্রের থেকে টাকা আনার চেষ্টা করছেন।

গত কয়েক দিনে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মন্ডীতে ৩১ জন এখনও নিখোঁজ। ১৫০টির বেশি বাড়ি ভেঙে পড়েছে। ৩১টি গোশালা, ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে রবিবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান কঙ্গনা। তখনই তিনি বলেন, ‘‘বিপর্যয় মোকাবিলার জন্য আমার কাছে কোনও তহবিল নেই। আমি কোনও মন্ত্রীও নই। সাংসদদের কাজ সংসদেই সীমাবদ্ধ। প্রকল্পের ক্ষেত্রে আমরা ক্ষুদ্র। কিন্তু কেন্দ্রের থেকে বিপর্যয় মোকাবিলার অনুদান আনার চেষ্টা করছি।’’

এর পরেই কঙ্গনা আঙুল তোলেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের দিকে। তাঁর দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে কোনও সাহায্য দিচ্ছে না কংগ্রেস সরকার। তাঁর কথায়, ‘‘যাঁরা এই পরিস্থিতির জন্য দায়ী, তাঁরা মুখ লুকিয়ে রয়েছেন। দুর্নীতি করছেন। কেন্দ্রীয় অনুদান ওঁদের কাছে আসে। আমার বা জয়রাম ঠাকুরের (হিমাচল প্রদেশের বিরোধী দলনেতা) কাছে আসে না। আমার নীতি নির্ধারণের ক্ষমতা নেই।’’ কঙ্গনা এ-ও জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেও পরিস্থিতির খোঁজখবর রাখছেন। অভিনেত্রীর কটাক্ষ, প্রতি বছর যে ভাবে হিমাচলে বন্যা হচ্ছে, সে জন্য আগামী ২০ বছর হিমাচল প্রদেশে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস।

Kangana Ranaut Rain in Himachal Pradesh BJP MP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy