১২ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিতে নাজেহাল অবস্থা বেঙ্গালুরুর। প্রশাসনের তথ্য বলছে, গত দশ বছরে ১২ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার সবচেয়ে বেশি বৃষ্টি হল শহরে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টির জেরে শহরের নিচু এলাকাগুলি প্লাবিত হয়। মঙ্গলবার পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পাঁচশোরও বেশি বাড়ি। তবে বৃষ্টি যে এখনই কমছে না, তা জানিয়ে দিয়েছে মৌসম ভবন। আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। ফলে নিচু এলাকাগুলি থেকে জল না নামলে নতুন করে আরও অনেক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে কোরামঙ্গলা, বাসবানগুড়ি, বিটিএম লেআউট, মরাঠাহাল্লি, ইয়েলাহাঙ্কা, হ্যাল বিমানবন্দর, শান্তিনগর, কেঙ্গেরি, কোড়িগেহাল্লি, মাদনায়কানহাল্লি, মাদাভারা, ভাদেরাহাল্লি, চিক্কাভানাভারা এবং কেম্পেগৌড়া। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাও প্লাবিত। ফলে যান চলাচলও ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই পরিস্থিতিতে যদি আরও বৃষ্টি হয়, তা হলে নতুন করে অনেক এলাকাই প্লাবিত হয়ে পড়বে। তবে বৃহৎ বেঙ্গালুরু পুরনিগমের মুখ্য কমিশনার মহেশ্বর রাও বলেন, ‘‘কখনও কখনও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’’
স্থানীয় সূত্রে খবর, বৃষ্টিতে দেওয়াল ধসে পড়ে হোয়াইটফিল্ডে একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। দক্ষিণ বেঙ্গালুরুতে এক প্রৌঢ় এবং শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেসমেন্টে জমে থাকা জল পাম্পের সাহায্যে বার করার সময় এই ঘটনা ঘটে।