প্রবল বৃষ্টি তামিলনাড়ুতে। ছবি: সংগৃহীত।
উত্তর ভারতের রাজ্যগুলি যখন দূষণে জেরবার, দক্ষিণ ভারতেই দুই রাজ্যে ধরা পড়ল অন্য ছবি। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু এবং কেরল।
মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু অতি সক্রিয় হওয়ার কারণে দক্ষিণের এই দুই রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ুর কোয়েম্বত্তূর, তিরুপুর, থেনি, দিনিদিগুল এবং নীলগিরিতে। আগাম সতর্কতা হিসাবে এই পাঁচ জেলায় বৃহস্পতিবার স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে নীলগিরি জেলার পাহাড়ি এলাকায়। কোটিগিরি-মেট্টুপালায়ম রোডে বড়সড় ধস নামায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। গাড়িগুলিকে ঘুরপথে পাঠানো হচ্ছে। নীলগিরি মাউন্টেন রেলওয়ে শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। রেল সূত্রে খবর, দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে কাল্লার এবং আদেরলির মাঝে রেললাইন ভেসে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সেই বৃষ্টির তেজ আরও বেড়েছে। মাদুরাই শহর জলমগ্ন হয়ে পড়েছে। এ ছাড়াও কারুর, পশুপতিপালায়ম এবং তারাভালাগার মতো বেশ কিছু জায়গাও জলে ভাসছে। কেরলের উপকূল অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বুধবার কান্নুরে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী দু’দিন কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy