Advertisement
E-Paper

কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল কপ্টার! শিশু-সহ সাত জনেরই মৃত্যু

কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে ভেঙে পড়েছে যাত্রিবাহী হেলিকপ্টার। তাতে পাইলট-সহ মোট সাত জন ছিলেন। আরোহীদের মধ্যে এক শিশুও ছিল। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ০৮:৩০
কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে যাওয়ার পর গৌরীকুণ্ডে ভেঙে পড়েছে হেলিকপ্টার।

কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে যাওয়ার পর গৌরীকুণ্ডে ভেঙে পড়েছে হেলিকপ্টার। ছবি: এক্স।

উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী হেলিকপ্টার। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে কপ্টারটি ভেঙে পড়েছে। তাতে পাইলট-সহ মোট সাত জন ছিলেন। আরোহীদের মধ্যে ছিল এক শিশুও। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) জানিয়েছে, সাত জনেরই মৃত্যু হয়েছে। আইজি আইনশৃঙ্খলা নীলেশ ভারনেও এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে পড়ে। উদ্ধারকার শুরু হয়েছে।

সমাজমাধ্যমে ভেঙে পড়া কপ্টারের কিছু ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, কপ্টারের পিছন দিকের লেজের অংশ ভেঙে নীচের দিকে বেঁকে রয়েছে। মাথায় ঘুরছে ব্লেড (এই ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েছি। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। বাবা কেদারের কাছে সকল যাত্রীর নিরাপত্তা কামনা করছি।’’

উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (ইউসিএডিএ) কপ্টার দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘‘রবিবার ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়েছে। কপ্টারে পাইলট-সহ মোট ছ’জন ছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জন প্রাপ্তবয়স্ক এবং এক জন শিশু। হেলিকপ্টারে যে যাত্রীরা ছিলেন, তাঁরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতের বাসিন্দা। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।’’ পরে এসডিআরএফ জানায়, সাত জন ছিলেন কপ্টারে। সাত জনের মৃত্যু হয়েছে।

কেদারনাথ থেকে গুপ্তকাশীর মধ্যে যাত্রী পরিবহণের অন্যতম মাধ্যম হেলিকপ্টার। কেদারের পুণ্যার্থীরা অনেকেই কপ্টার ব্যবহার করেন। রবিবারের কপ্টারটিও কেদার থেকে পুণ্যার্থীদের নিয়ে গুপ্তকাশী ফিরছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই রুটে সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। ছিল ঘন কুয়াশা। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কেদারনাথের কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কেদারনাথের কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

উল্লেখ্য, গত ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাওয়ার পথে ভেঙে পড়ে বিমান। রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি সামনের বিল্ডিংয়ে ধাক্কা খায় এবং প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিমানে ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। অহমদাবাদকাণ্ডে মৃতের সংখ্যা সবমিলিয়ে অন্তত ২৭৪। তার রেশ কাটতে না কাটতেই আবার আকাশপথে দুর্ঘটনা। এ বার ভেঙে পড়ল যাত্রিবাহী কপ্টার।

Uttarakhand Helicopter Crash Kedarnath Crash Kedarnath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy