Advertisement
২০ এপ্রিল ২০২৪

মাজুলিতে ‘নবজাতক’ সর্বা-হিমন্ত

সর্বানন্দ ও হিমন্ত আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে! রাজনীতি কী তারা জানে না! খিদে পেলে কাঁদে। সর্বানন্দের ওজন তিন কিলোগ্রাম ৮০০ গ্রাম। হিমন্তর খানিক বেশি, চার কিলোগ্রাম!

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ০৮:৩৪
Share: Save:

সর্বানন্দ ও হিমন্ত আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে!

রাজনীতি কী তারা জানে না! খিদে পেলে কাঁদে। সর্বানন্দের ওজন তিন কিলোগ্রাম ৮০০ গ্রাম। হিমন্তর খানিক বেশি, চার কিলোগ্রাম!

গল্পটা অবশ্য অন্য রকম।

গত কাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মাজুলিতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সঙ্গে ছিলেন অসমের স্বাস্থ্য-শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল সর্বানন্দের প্রথম মাজুলি সফর। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব গড়মূড়ের পীতাম্বর দেব সাব ডিভিশনাল সিভিল হাসপাতালও ঘুরে আসেন।

হিমন্ত ও সর্বানন্দকে ঘিরে মাজুলি যখন মেতে রয়েছে, প্রায় একই সময় ওই হাসপাতালে ভর্তি মিসিং উপজাতির সন্তানসম্ভবা দুই মাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। হিমন্ত হাসপাতাল সফরে আসার আধঘণ্টার মধ্যেই দু’টি শিশুর জন্ম হয়। দুই পরিবারের লোকেরা সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নেন একটি শিশুর নাম রাখা হবে সর্বানন্দ মিলি। অন্যজনের নাম রাখা হয় হিমন্ত পামেগাম। হাসপাতাল সূত্রে জানানো হয়, দুটি শিশুরই স্বাস্থ্য ভাল। ওজনও যথেষ্টই। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নামে নাম রাখা দুটি বাচ্চা আপাতত হাসপাতালে ভিআইপি।

হাসপাতালের চিকিৎসক এ এম দাস জানান, সর্বানন্দের জন্ম নিয়ে কিছু সমস্যা ছিল, তাই অস্ত্রোপচার করা হয়। হিমন্তর জন্মানোর কথা ছিল ১৬ জুন। কিন্তু ওজন বেশি থাকায় তার মায়ের অস্ত্রোপচারের কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়।

জাতীয় স্বাস্থ্য মিশনের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা দাস গত চার বছর ধরে মাজুলির ওই হাসপাতালে চুক্তিভিত্তিতে কর্মরত। তার মধ্যে অস্ত্রোপচার করে অন্তত দেড় হাজার শিশুর জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি ১০ বছরের পুরনো ১০০ শয্যার হাসপাতালটি রাজ্য সরকারের কাছ থেকে আধুনিক সরঞ্জাম পায়। তার তদারকিতেই এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Majuli Yoga day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE