Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পঠানকোটে ফের জারি সতর্কতা

পঞ্জাবের পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে ফের জারি হল সতর্কতা। সূত্রের খবর, কিছু সন্দেহজনক ব্যক্তির গতিবিধির খবর পেয়েই এই নির্দেশ দিয়েছে সেনা। তল্লাশি অভিযান চলছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০৪:২০
Share: Save:

পঞ্জাবের পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে ফের জারি হল সতর্কতা। সূত্রের খবর, কিছু সন্দেহজনক ব্যক্তির গতিবিধির খবর পেয়েই এই নির্দেশ দিয়েছে সেনা। তল্লাশি অভিযান চলছে। বায়ুসেনার তরফে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘাঁটির আশপাশের গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা, পঞ্জাব পুলিশ, বায়ুসেনা ও হিমাচল প্রদেশ পুলিশ। কারণ, একটি গ্রামেই সন্দেহভাজনরা লুকিয়ে রয়েছে বলেই জানা গিয়েছে।

২০১৬-র ২ জানুয়ারি পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতেই হামলা চালায় জঙ্গিরা। সেই হামলা নিয়ে সম্প্রতি চার্জশিট দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ওই চার্জশিট অনুযায়ী, পঠানকোট হামলার ছক কষেছিল জইশ-ই-মহম্মদের শাহিদ লতিফ। লতিফ ছাড়াও মৌলানা মাসুদ আজহার, তার ভাই মুফতি আব্দুল রউফ আসগর ও জইশ নেতা কাসিফ জানেরও নাম আছে চার্জশিটে।

জঙ্গিরা কী ভাবে হামলা চালায় তা-ও রয়েছে চার্জশিটে। জঙ্গিদের নিশানায় ছিল ঘাঁটিতে রাখা গাড়ির তেলভর্তি ট্যাঙ্কগুলি। তাতে আগুন লাগিয়ে আশপাশের বাড়ি ও গাড়িতে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

High Alert Pathankot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE