Advertisement
০৬ মে ২০২৪

সোনা-কাণ্ডে বহাল হাইকোর্টের নির্দেশ

কলকাতা বিমানবন্দরের সোনা-কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে সমন জারি করেছিল শুল্ক দফতর।

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ০২:৪৮
Share: Save:

সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার। এখনই তাঁকে শুল্ক দফতরের কার্যালয়ে হাজির হতে হবে না বলে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ আজ জানিয়েছে, শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে ইচ্ছুক নয়।

কলকাতা বিমানবন্দরের সোনা-কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে সমন জারি করেছিল শুল্ক দফতর। অভিযোগ ছিল, গত ১৫ মার্চ গভীর রাতের বিমানে ব্যাঙ্কক থেকে রুজিরা বিধিবহির্ভূত ভাবে সোনা এনেছেন। রুজিরা সমনে স্থগিতাদেশ চাইলেও কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেয়। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রুজিরাকে এখনই শুল্ক দফতরের স্ট্র্যান্ড রোডের কার্যালয়ে হাজির হতে হবে না। এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শুল্ক দফতর। আজ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘‘আমরা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে চাই না।’’ শুল্ক দফতরের যুক্তি ছিল, হাইকোর্ট পরবর্তী শুনানি পর্যন্ত রুজিরার বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। ওই দিন রুজিরাকে সমনের আইনি বৈধতার দিকটি খতিয়ে দেখা হবে। কিন্তু ৩১ জুলাই পরবর্তী শুনানির এখনও অনেক দেরি। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rujira Banerjee High Court Kolkata High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE