Advertisement
১৯ এপ্রিল ২০২৪
rathyatra

Rathyatra: ২২ কিমি রাস্তায় ২৫ হাজার পুলিশকর্মী, আমদাবাদে রথযাত্রায় কড়া নিরাপত্তা

আমদাবাদে সংবেদনশীল এলাকা দিয়ে চলবে রথ। কড়া নিরাপত্তায় মোড়া হল যাত্রাপথ। সংখ্যালঘু নেতারা দিলেন সম্প্রীতির বার্তা।

আমদাবাদের পথে জগন্নাথের রথ।

আমদাবাদের পথে জগন্নাথের রথ।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৪:৩২
Share: Save:

সংবেদনশীল এলাকা। তাই আমদাবাদে রথের ২২ কিলোমিটার যাত্রাপথ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল। পুলিশ কনভয় নিয়ে গোটা পথ পরিদর্শন করলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি। সঙ্গে ছিলেন মহন্ত দিলীপদাস, আইজিপি, এসপি-র মতো পুলিশের কর্তারা।

১ জুলাই জগন্নাথ মন্দির থেকে বেরোবে রথ। এ বার আমদাবাদের রথযাত্রা ১৪৫ বছরে পা দিল। সেই উপলক্ষে চলছে তোড়জোড়। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাংভিকে মালা পরিয়ে স্বাগত জানালেন স্থানীয় বিধায়ক ইমরান খেরাওয়ালা-সহ মুসলিম প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন জামালপুর ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি। এ ভাবে শহরের সংখ্যালঘু সম্প্রদায় আসলে ঐক্যের বার্তাই দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

রথযাত্রার দিন গোটা পথে ২৫ হাজার পুলিশ এবং নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। আকাশে চক্কর দেবে হেলিকপ্টার এবং ড্রোন। ২২ কিলোমিটার পথ ৪৬টি ড্রোনের নজরে থাকবে। চলন্ত গাড়িতেও থাকবে ড্রোন। আড়াই হাজার পুলিশকর্মীর শরীরে বসানো থাকবে ক্লোজড সার্কিট ক্যামেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rathyatra Ahmedabad Gujarat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE