সংবেদনশীল এলাকা। তাই আমদাবাদে রথের ২২ কিলোমিটার যাত্রাপথ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল। পুলিশ কনভয় নিয়ে গোটা পথ পরিদর্শন করলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি। সঙ্গে ছিলেন মহন্ত দিলীপদাস, আইজিপি, এসপি-র মতো পুলিশের কর্তারা।
১ জুলাই জগন্নাথ মন্দির থেকে বেরোবে রথ। এ বার আমদাবাদের রথযাত্রা ১৪৫ বছরে পা দিল। সেই উপলক্ষে চলছে তোড়জোড়। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাংভিকে মালা পরিয়ে স্বাগত জানালেন স্থানীয় বিধায়ক ইমরান খেরাওয়ালা-সহ মুসলিম প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন জামালপুর ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি। এ ভাবে শহরের সংখ্যালঘু সম্প্রদায় আসলে ঐক্যের বার্তাই দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।