Advertisement
E-Paper

জয়ললিতার জামিন কি না, ফয়সালা আজ

উৎসবের দিনগুলি আম্মা জেলেই কাটাবেন কি না তার ফয়সালা কাল। এডিএমকে সুপ্রিমো জয়ললিতার জামিনের আর্জি বুধবার শুনবে কর্নাটক হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। যদিও আজ দিনের শুরুতে আদালতের তরফে জানানো হয় ৬ অক্টোবরের আগে সম্ভব নয় শুনানি। কারণ হিসেবে বলা হয়, এই আর্জি-মামলায় সরকারের তরফে বিশেষ কৌঁসুলি কে হবেন, তা এখনও ঘোষণা হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০৩:০৯
আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। মঙ্গলবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই

আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। মঙ্গলবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই

উৎসবের দিনগুলি আম্মা জেলেই কাটাবেন কি না তার ফয়সালা কাল। এডিএমকে সুপ্রিমো জয়ললিতার জামিনের আর্জি বুধবার শুনবে কর্নাটক হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। যদিও আজ দিনের শুরুতে আদালতের তরফে জানানো হয় ৬ অক্টোবরের আগে সম্ভব নয় শুনানি। কারণ হিসেবে বলা হয়, এই আর্জি-মামলায় সরকারের তরফে বিশেষ কৌঁসুলি কে হবেন, তা এখনও ঘোষণা হয়নি। দিনভর এ নিয়ে ছড়ায় উত্তেজনা। জয়ললিতার জামিনের দাবিতে পথে নামে রাজ্যের একটা বড় অংশ। অনশনে বসেন দক্ষিণী চলচ্চিত্র জগৎ-ও। তবে দিনের শেষে কিছুটা স্বস্তি এডিএমকে কমী-সমর্থকদের মধ্যে। আম্মার জামিনের আশায় বুক বাঁধছেন তাঁরা। একাংশের বক্তব্য, রাম জেঠমলানীর কারণেই এসেছে স্বস্তি। কারণ, আদালত সূত্রে জানা গিয়েছে, জেঠমলানী আজ সকালের পরে রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে মামলার দ্রুত শুনানির আর্জি জানান। সেই মতোই কালকের দিন নির্ধারিত হয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন হয়েছেন সদ্যই। আর অভিনয় ছেড়েছেন তা-ও কয়েক যুগ আগে। তবু দু’টি ক্ষেত্রেই ‘আম্মা’ যে আজও সমান জনপ্রিয়, তামিলনাড়ু থেকে সেই ইঙ্গিতই মিলল আজ। আদালতের রায়ের বিরোধিতা করে আজও পথে নামেন হাজারো এডিএমকে কর্মী-সমর্থক। পাশাপাশি, জয়ললিতাকে আজ একজোট হয়ে সমর্থন জানান তামিল প্রোডিউসারস কাউন্সিল, সাউথ ইন্ডিয়ান আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এগিয়ে আসেন ছোটপর্দার কুশীলবরাও। সকাল আটটা থেকে চিপকের সরকারি অতিথিশালার বাইরে জমায়েত হন তাঁরা। অনশন চলে সন্ধে ছ’টা পর্যন্ত। রজনীকান্ত, কমল হাসন কিংবা অজিতের মতো তারকাদের অবশ্য এ দিন জমায়েতে দেখা যায়নি। সূত্রের খবর, এরা সবাই রাজ্যের বাইরে ব্যস্ত ছিলেন শ্যুটিংয়ে।

তবে রাজ্যের মধ্যে বিশেষত চেন্নাই ও সংলগ্ন এলাকায় আজ এক দিনের জন্য সব সিনেমা-সিরিয়ালের শু্যটিং বন্ধ ছিল। এমনকী, অনশন চলাকালীন শহরের প্রেক্ষাগৃহে এ দিন কোনও ছবি দেখানো হয়নি।

রাজ্য জুড়ে বিক্ষোভ, অচলাবস্থা ছিল আজও। মাদুরাই সংলগ্ন এলাকায় বেশির ভাগ দোকান, হোটেল, প্রেক্ষাগৃহই বন্ধ ছিল। উধাও বেশ কিছু রুটের বেসরকারি বাস। দিন্দিগুল জেলার প্রধান সব্জি বাজার সারা দিন খোলেনি। এমনকী মন্দিরনগরী নামে পরিচিত পালানিতেও রাস্তায় লোক ছিল অন্য দিনের তুলনায় বেশ কম।

প্রতিবাদে সামিল রামেশ্বরম এলাকার মৎস্যজীবীরাও। অনির্দিষ্ট কালের কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। দোকানপাট সারা দিনই বন্ধ ছিল ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির নির্বাচনী কেন্দ্র তিরুভারুরেও। জয়ললিতার মুক্তি চেয়ে আদালত বয়কটের হুমকি দিয়েছেন বিরুধাচলমের আইনজীবীরা।

আম্মার হাজতবাসের ধাক্কা চতুর্থ দিনেও কাটিয়ে উঠতে পারেনি রাজ্য। গত কাল শপথ নিতে গিয়ে কেঁদেছেন মন্ত্রীরা। রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে কেউ গায়ে আগুন দিয়েছেন, কেউ বা লাফ দিয়েছেন চলন্ত বাসের সামনে। একই পথে এ বার বেছে নিলেন এক পুলিশ কনস্টেবল। প্রশাসন সূত্রে মঙ্গলবার এমন ঘটনার কথাই জানা গিয়েছে। আম্মার সমর্থনে স্লোগান দিতে দিতে রাজ্য পুলিশের সদর দফতরের সামনেই গায়ে কেরোসিন ঢেলে ওই পুলিশকর্মী আত্মহত্যার চেষ্টা করেন। ভেলমুরুগান নামের ওই কনস্টেবল তামিলনাড়ুর থেনি জেলার একটি থানায় কর্মরত। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

jayalalitha disproportionate asset case tamilnadu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy