Advertisement
E-Paper

‘ভাল থেকো...’! পহেলগাঁওয়ে নিহত নৌসেনা লেফটেন্যান্টের কফিনবন্দি দেহ আঁকড়ে কান্না নববধূর

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাওঁয়ে সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছিলেন নৌসেনার এক লেফটেন্যান্ট। ভেলপুরী খাচ্ছিলেন দু’জনে মিলে। হঠাৎ তাঁদের সামনে গিয়ে দাঁড়ায় জঙ্গিরা। চলে গুলি!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৬:৫৬
(বাঁ দিকে) মঙ্গলবার স্বামীর দেহের পাশে হিমাংশী নরওয়াল। (ডান দিকে) কফিনবন্দি দেহের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেই হিমাংশী।

(বাঁ দিকে) মঙ্গলবার স্বামীর দেহের পাশে হিমাংশী নরওয়াল। (ডান দিকে) কফিনবন্দি দেহের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেই হিমাংশী। ছবি: সংগৃহীত।

দৃশ্য ১: ভূস্বর্গের মাটিতে লুটিয়ে পড়ে আছেন এক যুবক। পাশে বিস্মিত, বিহ্বল এবং বাক্যহারা এক তরুণী বসে। কোথা থেকে কী হল, কিছুই বুঝতে পারছেন না তিনি!

দৃশ্য ২: কফিনবন্দি দেহের সামনে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েছেন এক তরুণী। বিলাপ করছেন বার বার!

২৪ ঘণ্টার ব্যবধানে দু’টি ছবি দেখল সারা বিশ্ব। দুই ছবি ওই দু’জনেরই— হরিয়ানার হিমাংশী নরওয়াল এবং বিনয় নরওয়ালের। যাঁদের বিয়ে হয়েছিল দিন সাতেক আগে।

বুধবার স্বামীর কফিনবন্দি দেহের সামনে কিছু ক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিলেন নববিবাহিতা স্ত্রী। চোখে একরাশ শূন্যতা। খানিক পরেই নিস্তব্ধতা ভেঙে খানখান। কফিনবন্দি দেহ আঁকড়ে বিলাপ করে উঠলেন তরুণী। বলতে থাকেন, ‘‘তুমি ভাল থেকো। তুমি আমাদের গর্ব।’’ তার পর বাঁধ ভাঙল কান্নার!

চিৎকার করে অঝোরে কাঁদছিলেন হিমাংশী। সপ্তাহখানেক আগে যাঁর বিয়ে হয়েছিল নৌসেনার লেফটেন্যান্ট বিনয়ের সঙ্গে। মধুচন্দ্রিমায় তাঁরা গিয়েছিলেন কাশ্মীর।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাওঁয়ে সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছিলেন নৌসেনার ওই লেফটেন্যান্ট। ভেলপুরি খাচ্ছিলেন দু’জনে মিলে। হঠাৎ তাঁদের সামনে গিয়ে দাঁড়ায় জঙ্গিরা। হিমাংশীর কথায়, ‘‘আমাদের সামনে এসেই ওরা বলল, ওকে (বিনয়) দেখে মুসলমান মনে হয় না। গুলি কর।’’ গুলি চলে। সদ্যবিবাহিতার সামনে গুলি খেয়ে লুটিয়ে পড়েন স্বামী।

বৈসরনে জঙ্গি হামলার পর পরই যে ছবি সমাজমাধ্যমে ভাইরাল। দেখা যায়, মৃত যুবকের দেহ আগলে বসে রয়েছেন এক তরুণী। পুরো ঘটনার আকস্মিকতায় তিনি হতবাক। পরে জানা যায়, ওই যুবক নৌসেনার লেফটেন্যান্ট বিনয়। হরিয়ানার বাসিন্দা বর্তমানে কর্মরত ছিলেন কোচিতে। গত ১৬ এপ্রিল বিয়ে হয়েছিল তাঁর। মধুচন্দ্রিমার জন্য ইউরোপকেই বেছে নিয়েছিলেন বিনয়-হিমাংশী। কিন্তু ভিসা পাননি। শেষমেশ জম্মু-কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেই জঙ্গি হামলায় নিহত হলেন বিনয়!

বুধবার দিল্লি বিমানবন্দরে বিনয়ের কফিনবন্দি দেহ আসে। স্বামীর কফিনবন্দি দেহের সামনে অঝোরে কাঁদতে কাঁদতে হিমাংশী বলতে থাকেন, ‘‘প্রার্থনা করি, তোমার আত্মা যেন শান্তি পায়...।’’ নিজেকে খানিক সামলে নিয়ে সদ্যবিধবা বলেন, ‘‘ওর মতো হাসিখুশি মানুষ খুব কম দেখেছি। যেখানে থাকত মাতিয়ে রাখত সবাইকে। আমরা সকলে ওর জন্য গর্বিত...।’’ কথা শেষ হয় না হিমাংশীর। আবার কান্নায় ভেঙে পড়লেন। তাঁকে সামলানোর চেষ্টা করলেন আত্মীয়েরা।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী লেফটেন্যান্ট বিনয়কে শেষ শ্রদ্ধা জানান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

Pahelgam Terror Attack Terrorist Attack Pahalgam Incident jammu kashmir Death Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy