Advertisement
E-Paper

ফের বিয়ে রাষ্ট্রপতি ভবনে! চার হাত এক হল দুই সিআরপিএফ অফিসারের

বুধবার রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতে বিয়ে হচ্ছে দু’জনের। পাত্রীর নাম পুণম গুপ্ত। পুণম মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪১
(বাঁ দিকে) পুণম গুপ্ত। রাষ্ট্রপতি ভবন (ডান দিকে)।

(বাঁ দিকে) পুণম গুপ্ত। রাষ্ট্রপতি ভবন (ডান দিকে)। — ফাইল চিত্র।

ফের বিয়ের অনুষ্ঠান হল রাষ্ট্রপতি ভবনে। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্যোগে চার হাত এক হল দুই সরকারি আধিকারিকের!

বুধবার রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতে বিয়ে হচ্ছে দু’জনের। পাত্রীর নাম পুণম গুপ্ত। পুণম মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার। তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক (পিএসও) পদে কর্মরত। পাত্রও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। তাঁর নাম অবনীশ কুমার। অবনীশ জম্মু ও কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত রয়েছেন।

ইংরেজিতে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি লাভের পর বিএড-ও করেছিলেন। প্রথমে ইচ্ছা ছিল শিক্ষকতা করার। পরে সিদ্ধান্ত বদলে সেনাবাহিনীতে যোগ দেন। মধ্যপ্রদেশের মেয়ে পুণম ২০১৮ সালে ইউপিএসসি সিএপিএফে ৮১তম স্থান অধিকার করেছিলেন। তার পর সিআরপিফের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০২৪ সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফের সম্পূর্ণ মহিলা দলকে নেতৃত্ব দিয়েছিলেন পুণম।

বিভিন্ন সূত্রে খবর, পিএসও হিসাবে পুণমের কাজের উৎকর্ষতা, পেশাদারিত্ব, আচারব্যবহার এবং নিষ্ঠায় রাষ্ট্রপতি মুর্মু খুশি। পুণম বিয়ে করছেন শুনে তিনিই নাকি রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন করতে বলেছিলেন। সেই মতো গত মাসেই পুণমের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন রাষ্ট্রপতি মুর্মু। শেষমেশ তিথি মেনে বুধবার বিয়ে করলেন পুণমেরা। প্রসঙ্গত, অতীতে একাধিক বিয়ের অনুষ্ঠান হয়েছে রাষ্ট্রপতি ভবনে।

(এই খবরটি প্রথম প্রকাশের সময় লেখা হয়েছিল, ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। কিন্তু এই তথ্য সঠিক নয়। আগেও রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। সঠিক তথ্য জানতে পেরেই আমরা ভুল শুধরে নিয়েছি। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থী)

Rashtrapati Bhavan president Draupadi Murmu Wedding Wedding Ceremony crpf
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy