পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, অন্য এক রোনাল্ডোর কাহিনি। অতিমারির আগে স্কুটারে কেরলের রাস্তায় রাস্তায় ঘুরে গান গেয়ে দিনে ৭০০ টাকা রোজগার হত রোনাল্ডোর। সেই দিন গিয়েছে। আমূল বদলে গিয়ে সেই স্কুটারটিই এখন হয়ে উঠেছে রোনাল্ডের রাস্তায় রাত কাটানোর ঠাঁই। নতুন বাড়ি! আর যে রাস্তায় রাস্তায় ঘুরে গান গেয়ে রোজগার হয় না তাঁর।
তাই রাতে যা তাঁর ঠাঁই, দিনে সেই বদলে যাওয়া স্কুটার নিয়েই রোনাল্ডো বেরিয়ে পড়েন তিরুঅনন্তপুরমের রাস্তায় রাস্তায়। গান গেয়ে রোজগারের জন্য নয়। গান গাইলে তো আর তেমন কিছু আসে না হাতে। অতিমারির জন্য বহু মানুষের চাকরি গিয়েছে। অভাব তীব্রতর হয়েছে।
আরও পড়ুন