Advertisement
E-Paper

মোদীকে ‘রাবণ’ বানিয়ে কুশপুতুল জেএনইউয়ে, রিপোর্ট তলব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রাবণ’ বানিয়ে তাঁর কুশপুতুল পোড়ানো হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। আর তার জেরে আবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রদের সঙ্গে সম্মুখ সমরে নামল মোদী সরকার। ‘দশেরা’র দিন জেএনইউয়ের ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রাবণ’ বানিয়ে তাঁর কুশপুতুল পোড়ানোর ঘটনার রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশকে তড়িঘড়ি ওই রিপোর্ট দিতে বলা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ২০:৩৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রাবণ’ বানিয়ে তাঁর কুশপুতুল পোড়ানো হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। আর তার জেরে আবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রদের সঙ্গে সম্মুখ সমরে নামল মোদী সরকার। ‘দশেরা’র দিন জেএনইউয়ের ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রাবণ’ বানিয়ে তাঁর কুশপুতুল পোড়ানোর ঘটনার রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশকে তড়িঘড়ি ওই রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘দশেরা’র দিন জেএনইউয়ের ক্যাম্পাসে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রী মোদীকে ‘রাবণ’ বানিয়ে তাঁর কুশপুতুল পোড়ান। তাঁরা বিজেপি সভাপতি অমিত শাহ ও মহাত্মা গাঁধীর আততায়ী নাথুরাম গডসে, মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ও যোগ-প্রশিক্ষক বাবা রামদেবেরও কুশপুতুল পোড়ান। গোটা ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, ‘সরস্বতী ধাবা’ এলাকায়।

পরে জেএনইউয়ের এক ছাত্র সানি দিমান সাংবাদিকদের বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের অসন্তোষের প্রতীক হিসেবেই প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল পোড়ানো হয়েছে। প্রশাসন থেকে যাবতীয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে তাকে আমজনতা ও ছাত্রদরদি করে তোলার ভাবনা থেকেই প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়েছে।’’

জেএনইউ কর্তৃপক্ষ সরকারি ভাবে কোনও বিবৃতি দিতে না চাইলেও, উপাচার্য ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রের খবর।

আরও পড়ুন- ওদের দ্রুত দমাও! পাকিস্তানকে ফের কড়া বার্তা আমেরিকার

Home Ministry Asks For Report Into PM Effigy Burning At JNU On Dussehra Narendra Modi Home Ministry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy