Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

সমকামী, তাই হস্টেল থেকে বহিষ্কার ছাত্রীকে

বান্ধবী ও শিক্ষিকাদের সঙ্গেও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। এই অভিযোগেই স্নাতকস্তরের এক ছাত্রীকে হস্টেল থেকে বহিষ্কার করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা মহা বিদ্যালয় কর্তৃপক্ষ।

ছবি: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের সৌজন্যে।

ছবি: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ১০:১৭
Share: Save:

হোস্টেলের অন্য ছাত্রীদের সঙ্গে ‘অন্য রকম’ আচরণ করতেন তিনি। বান্ধবী ও শিক্ষিকাদের সঙ্গেও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। এই অভিযোগেই স্নাতকস্তরের এক ছাত্রীকে হস্টেল থেকে বহিষ্কার করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা মহা বিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়নি। ওই ছাত্রী নিয়মিত ভাবে হস্টেলের বাকি বোর্ডারদের উত্যক্ত করতেন। হস্টেলের নিয়মও মানতেন না তিনি। ছাত্রীরা প্রায়ই তাঁর নামে অভিযোগও জানাতেন। সে কারণেই গত সপ্তাহে কলেজের শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: কঙ্কালের উপরে ঘুমিয়েছি! আতঙ্কে পরিবার

শৃঙ্খলারক্ষা কমিটির চিফ কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নীলম আত্রি জানান, হস্টেলের ১৬ জন ছাত্রী তাঁর কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। ছাত্রীদের অভিযোগ, ওই ছাত্রী তাঁদের রীতিমতো উত্যক্ত করতেন। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। এমনকী তাঁর চাহিদা পূরণ না করলে আত্মহত্যা করারও হুমকি দেন। প্রায়শই নিজেকে আঘাতও করতেন তিনি। অবসাদগ্রস্ত মনে হত তাঁকে। এর পরেই ওই ছাত্রীর অভিভাবককে ডেকে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। নীলম জানিয়েছেন, ওই ছাত্রীর অভিভাবককে এক জন ভাল চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রীর শ্লীলতাহানি,উত্তাল বিশ্বভারতী

কলেজেরই এক শিক্ষক অবশ্য জানিয়েছেন, সমকামিতার জন্য ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে এটা ঠিক নয়। ওই ছাত্রীর আচরণের কারণে হস্টেলের অন্য ছাত্রীরা বারবার অভিযোগ জানাচ্ছিলেন। তবে ধৈর্য্য না হারিয়ে বিষয়টি নিজেদের মধ্যে মিটমাট করে নিতেও বলা হয়েছিল পড়ুয়াদের। কিন্তু তাতেও সমস্যার সমাধান না হওয়ায় হস্টেলের শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE