Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Supreme Court

বিচারবিভাগীয় হেফাজতের নামে গৃহবন্দি রাখা যাবে অভিযুক্তকে, বলল সুপ্রিম কোর্ট

জেলে কয়েদির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তাঁদের খাওয়া-পরাতেও সরকারকে বছর বছর মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়।

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০২১ ২২:৫৬
Share: Save:

জেলে কয়েদির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তাঁদের খাওয়া-পরাতেও সরকারকে বছর বছর মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। এই পরিস্থিতিতে নজিরবিহীন রায় দিল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট জানায়, বিচারবিভাগীয় হেফাজতের নামে অভিযুক্তকে গৃহবন্দিও করা যাবে।
বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি কেএম জোসেফ বলেন, ‘‘দেশের জেলগুলি কয়েদির ভিড়ে উপচে পড়ছে। তাছাড়াও জেলের জন্য প্রায় ৬ হাজার ৮১৮ কোটি টাকা বাজেট বরাদ্দও করতে হয় সরকারকে। যা করদাতাদের অর্থ। অভিযুক্তকে গৃহবন্দি করে রাখা সম্ভব হলে এই সমস্যা এড়ানো যায়।’’

অভিযুক্তের বয়স, স্বাস্থ্য, অপরাধের ধরন এবং তাঁর অপরাধের কোনও ইতিহাস রয়েছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে। তার পরই সিদ্ধান্ত নিতে হবে, তাঁকে গৃহবন্দি রাখা যাবে কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Judges
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE