আগের দফায় ৫০ টাকা দাম বৃদ্ধির পরে দু’সপ্তাহও কাটেনি। বুধবার মধ্যরাতে ফের ২৫ টাকা দর বাড়ল বাড়িতে রান্নার গ্যাস-সিলিন্ডারের। এই নিয়ে এ মাসে তিন বারে মোট ১০০ টাকা।
রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা, ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা। ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর কমছে ৫ টাকা। হচ্ছে ১,৫৮৪ টাকা। এর আগে এ মাসে বাড়িতে ব্যবহারের সিলিন্ডারের দাম যে দু’বার বেড়েছে, তখন ভর্তুকির অঙ্ক বাড়েনি। এ বারও কি তা আদৌ বাড়বে, প্রশ্ন গ্রাহকদের। এ দিন ভর্তুকির অঙ্ক জানানো হয়নি।
দেশে পেট্রলের দর সেঞ্চুরি হাঁকিয়েছে। অগ্নিমূল্য ডিজেলও। এ বার আমজনতার দুশ্চিন্তা বাড়িয়ে ৮০০ টাকা ছাড়াল রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও। সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে গ্যাসের ও তার উপাদানের দাম বৃদ্ধিই এর কারণ। কিন্তু প্রশ্ন, তা হলে পর পর দু’বার বাণিজ্যিক কাজে ব্যবহারের সিলিন্ডারের দাম কমল কী ভাবে?