Advertisement
০৪ মে ২০২৪

ধর্ষণে অভিযুক্ত মন্ত্রিসভায় কেন, প্রশ্ন রাজ্যপালের

ধর্ষণে অভিযুক্ত মন্ত্রী গায়ত্রী প্রজাপতি এখনও মন্ত্রিসভায় রয়েছেন কী ভাবে, তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে চিঠি লিখলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক।

গায়ত্রী প্রজাপতি

গায়ত্রী প্রজাপতি

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৩:৪২
Share: Save:

ধর্ষণে অভিযুক্ত মন্ত্রী গায়ত্রী প্রজাপতি এখনও মন্ত্রিসভায় রয়েছেন কী ভাবে, তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে চিঠি লিখলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক।

রাজ্যের শেষ পর্বের ভোটে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন মোদী-রাহুল-অখিলেশরা। এরই মধ্যে রাজ্যপালের বার্তা মুখ্যমন্ত্রী অখিলেশের জন্য খুবই অস্বস্তির। রাজভবনের তরফে বলা হয়েছে, ‘‘ধর্ষণে অভিযুক্ত গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অথচ এখনও মন্ত্রিসভায়। প্রজাপতি এখনও মন্ত্রী থাকায় গণতান্ত্রিক ব্যবস্থার পবিত্রতা, বিশুদ্ধতা ও নৈতিকতা নিয়েই প্রশ্ন উঠছে।’’

ধর্ষণের অভিযোগের পরেও অমেঠী বিধানসভা কেন্দ্রে সপা-র প্রার্থী হয়ে প্রচার করছিলেন মুলায়ম সিংহ যাদবের ঘনিষ্ঠ এই নেতা। তবে অখিলেশ তার সঙ্গে এক মঞ্চে প্রচার করেন নি। তা সত্ত্বেও বিরোধীদের প্রবল আক্রমণের মধ্যে প্রজাপতি মুখ্যমন্ত্রীর গলার কাঁটা হয়ে রয়েছেন। এরই মধ্যে এল রাজভবনের বার্তা।

প্রজাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন বুন্দেলখণ্ডের এক মহিলা। তাঁর অভিযোগ, ২০১৪ সালে ছয় সঙ্গীকে নিয়ে প্রজাপতি তাকে ধর্ষণ করে। তাকে দলে গুরুত্বপূর্ণ পদ ও ব্যবসার বরাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মহিলার ১৬ বছর বয়সী মেয়েও মন্ত্রী ও সঙ্গীদের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ আনে। বর্তমানে এইমস হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসা চলছে।

এত অভিযোগের পরে সুপ্রিম কোর্ট মন্ত্রী প্রজাপতির বিরুদ্ধে এফআইআর করতে বলে। গা ঢাকা দেন মন্ত্রী। প্রজাপতি দেশছাড়া হতে পারেন— এই আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে। প্রজাপতির পাসপোর্টও বাতিল হয়েছে। তবে এখনও অধরা তিনি। তবে মন্ত্রী বেপাত্তা হলেও ভোটের প্রচারে তাকে ঘিরে সমালোচনার তাপ সইতে হচ্ছে অখিলেশকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gayatri Prasad Prajapati Akhilesh Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE