Advertisement
E-Paper

এমআই ১৭-এর ওজন সইতে পারল না নবনির্মিত হেলিপ্যাড! কী ভাবে দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মু?

বুধবার সকালে কেরলের প্রমাদমে রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামছিল রাষ্ট্রপতি মুর্মুর কপ্টার। কিন্তু হেলিপ্যাড ছুঁতেই কপ্টারের ওজনে তার একাংশ ভেঙে পড়ে। এক দিকে হেলে পড়ে হেলিকপ্টারটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৬:৩১
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। — ফাইল চিত্র।

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার সকালে শবরীমালা মন্দির দর্শনে যাওয়ার আগে রাষ্ট্রপতির হেলিকপ্টারটি কেরলের প্রমাদম স্টেডিয়ামে হেলিপ্যাডে নামামাত্রই তার একাংশ ভেঙে পড়ে। যদিও রাষ্ট্রপতি ও তাঁর নিরাপত্তা কর্মীরা সকলেই অক্ষত রয়েছেন। তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের রাষ্ট্রপতি-সহ অন্য বিশেষ ব্যক্তি বা ভিআইপি-রা সাধারণত ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত এমআই-১৭ হেলিকপ্টারে ভ্রমণ করেন। বায়ুসেনার স্কোয়াড্রন পরিচালিত এই হেলিকপ্টারটি স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজ, মাওবাদী দমন অভিযানের পাশাপাশি উচ্চপদস্থ ব্যক্তিদের উড়ানে ব্যাবহৃত হয় এই কপ্টার।

এমআই-১৭ হেলিকপ্টারটির ওজন ৭,১০০ কেজি। সর্বোচ্চ ১৩,০০০ কেজি ওজন নিয়ে উড়তে পারে এটি। এই হেলিকপ্টারে সর্বাধিক ৩২ জন যাত্রী বসতে পারেন। এ ছাড়া, ৪,০০০ কেজি পর্যন্ত মাল বহন করতে পারে রাশিয়ায় তৈরি এই হেলিকপ্টার। এ ছাড়া, ভিআইপি পরিবহণের জন্য বায়ুসেনার অন্যান্য বিমানও রয়েছে। তালিকায় রয়েছে বেশি দূরত্বের আন্তর্জাতিক ভ্রমণের জন্য বোয়িং ৭৭৭-৩০০ইআর ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’, বোয়িং ৭৩৭ ব্যবসায়িক জেট (বিবিজে) কিংবা এমব্রেয়ার লেগ্যাসির মতো অন্যান্য বিমান। তবে বুধবার রাষ্ট্রপতি মুর্মুর কেরল সফরে সঙ্গী ছিল এমআই-১৭।

বুধবার সকালে কেরলের প্রমাদমে রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামছিল রাষ্ট্রপতি মুর্মুর কপ্টার। কিন্তু হেলিপ্যাড ছুঁতেই কপ্টারের ওজনে তার একাংশ ভেঙে পড়ে। এক দিকে হেলে পড়ে হেলিকপ্টারটি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকলকর্মীরা দ্রুত সেটিকে ঠেলে সোজা করে দেন। জেলার একজন ঊর্ধ্বতন পুলিশকর্তা জানিয়েছেন, প্রথমে পাম্বার কাছে নীলাক্কালে অবতরণ করার কথা ছিল রাষ্ট্রপতির কপ্টার। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রমাদমে অবতরণ করবেন রাষ্ট্রপতি মুর্মু। শেষ মুহূর্তে স্থানবদল করায় মঙ্গলবার গভীর রাতে হেলিপ্যাড তৈরি করা হয় প্রমাদমে। সদ্য তৈরি হওয়ার কারণে কংক্রিট ঠিক মতো জমেনি। সম্ভবত সে কারণেই হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি সেটি। কপ্টারের চাকা যেখানে মাটি স্পর্শ করেছে, সেখানে ইতিমধ্যেই ফাটল ধরে গিয়েছে।

অবশ্য, এত কিছুর পরেও রাষ্ট্রপতি অক্ষতই রয়েছেন। তবে এই ঘটনায় তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সকালে কেরল সফরে গিয়ে বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন। এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।’’

Draupadi Murmu president Mi-17 Helicopter Kerala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy