স্থূলকায় শরীর নিয়ে নানা প্রতিবন্ধতা তো ছিলই। ৫০০ কেজি ওজন নিয়ে চলাফেরা তো দূর গত ২৫ বছর ধরে বিছানা থেকেও উঠতে পারেননি ৩৬ বছরের ইমান আহমেদ। জন্মানোর পর থেকে হু হু করে বেড়েই চলছিল তাঁর ওজন। এ বার ইমানের ওজন কমার পালা। তাঁর ওজন কমানোর জন্য গত শনিবার অনেক ঝক্কি সামলে তাঁকে মিশর থেকে মুম্বইয়ের সইফি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আজ সোমবার থেকে শুরু হল তাঁর ওজন কমানোর চিকিৎসা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইমানকে কোনও শক্ত খাবার খেতে দেওয়া হচ্ছে না। তাঁর খাদ্যতালিকায় শুধুমাত্র তরল জাতীয় খাবারই রাখা হয়েছে। আগামী কুড়ি থেকে পঁচিশ দিন এমনই ডায়েট থাকবে তাঁর জন্য। সইফি হাসপাতালের নিউট্রিশনিস্ট কার্লাইন রেমেডিওস জানিয়েছেন, আশা করা হচ্ছে প্রতিদিন ইমানের ২ কেজি করে ওজন কমবে।
আরও পড়ুন: অ্যাসপিরিনেই কাবু হতে পারে ক্যানসার! পথ দেখালেন ২ ভারতীয়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy